শনিবার ● ৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ভাওয়াল রাজবাড়ি মাঠের মেলা বন্ধের দাবীতে মানববন্ধন
ভাওয়াল রাজবাড়ি মাঠের মেলা বন্ধের দাবীতে মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গাজীপুর জেলার প্রাণকেন্দ্রের গুরুত্বপূর্ণ ২৮ নং ওয়ার্ড এলাকায় ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি খেলার মাঠে শিশু-কিশোরসহ সব বয়সি মানুষের খেলাধুলা ও বিনোদন বন্ধ করে দীর্ঘমেয়াদী মেলার আয়োজন বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে ৷
৫ মার্চ শনিবার সকালে মাঠের পাশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ি সড়কে গাজীপুর জেলা নাগরিক কমিটির উদ্যোগে কর্মসুচি পালিত হয় ৷
এ সময় ওই কমিটির আহ্বায়ক এডভোকেট মোস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে প্রিন্সিপাল হুমায়ুন কবির, পরিবেশ রক্ষা বাঁচাও আন্দোলনের নেতা ডা. বোরহানউদ্দীন অরন্য, নজরুল ইসলাম, গিয়াস উদ্দীন খান, হারুন অর রশিদ, শামিম হোসেনসহ নানা শ্রেণী-পেশার নেতৃস্থানীয় লোকজন বক্তব্য রাখেন ৷ এলাকাবাসির খেলাধুলার একমাত্র এ মাঠটি উন্মুক্ত রাখার জন্য জেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়ে তারা বলেন, মাঠটি আজ একটি বানিজ্যিক কেন্দ্রে পরিণত করা হয়েছে৷ এই মাঠে মাসের পর মাস ধরে টানা মেলা বসানোর প্রতিবাদও জানান তারা ৷