সোমবার ● ২৮ জুন ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় থামছে না মৃত্যুর মিছিল : কঠোর লকডাউন ১ জুলাই পর্যন্ত বৃদ্ধি
কুষ্টিয়ায় থামছে না মৃত্যুর মিছিল : কঠোর লকডাউন ১ জুলাই পর্যন্ত বৃদ্ধি
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় থামছে না আক্রান্ত ও মৃত্যুর মিছিল, অবশেষে কঠোর লকডাউন ১জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রবিবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার থেকে তিন দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করা করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি-বেসরকারি অফিস প্রতিষ্ঠানসমূহের শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনা তাদের আনা নেওয়া করতে হবে। সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শিল্প-কলকারখানা শপিংমল দোকান রেস্টুরেন্ট চায়ের দোকান বন্ধ থাকবে তবে কাঁচাবাজার নিত্যপ্রয়োজনীয় (মুদি) পণ্য দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। জেলার অভ্যন্তরে আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। যানবাহনের ক্ষেত্রে থ্রি হুইলার সহ সকল যান্ত্রিক যানবাহন বিধি-নিষেধ আরোপকালীন সময় বন্ধ থাকবে।
এছাড়াও বিধিনিষেধ আরোপকালীন সময়ে সকল ধরনের সাপ্তাহিক হাট/গরুর হাট বন্ধ থাকবে, বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিনিউটি সেন্টার সহ সকল বিনোদন কেন্দ্র। অতি জরুরী প্রয়োজন ব্যতীত কোন ভাবে বাসার বাইরে বের হওয়া যাবে না জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এমনটাই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আইন শৃঙ্খলা ও জরুরী পরিসেবা খাদ্য দ্রব্য এাণ স্বাস্থ্য সেবা গনমাধ্যাম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ইন্টারনেট, টেলিফোন (সরকারি /বেসরকারি) বিদ্যুৎ পানি জ্বালানী ফায়ার সার্ভিস জরুরী পরিসেবা আওতা মুক্ত থাকবে এবং তাদের কর্মকর্তা কর্মচারীদের যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
এদিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম আবারো এই মহা দূর্যোগ মোকাবেলায় সর্বমহলের সহযোগীতা চেয়েছেন। তিনি বলেছেন এটি এমনই একটি পরিস্থিতি যেখানে কেউই সমস্যার বাইরে নয়। আক্রান্ত হবার সম্ভাবনা সবার সমান। সেখানে সবার সচেতনতাই পারে সবাইকে নিরাপদে রাখতে।
প্রবাসী জয় নেহালের সহযোগিতায় কুষ্টিয়ায় ফ্রী অক্সিজেন সিলিন্ডার বিতরণ
কুষ্টিয়া :: কুষ্টিয়ায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের মহতি উদ্যোগ নিয়ে এগিয়ে আসলেন আমেরিকা প্রবাসী মানবতার সেবক জয় নেহাল। করোনার এই মহামারীর দুঃসময়ে ২৮জুন সোমবার বিকেলে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আতাউর রহমান আতা সকলের উদ্দেশ্যে বলেন, জয় নেহাল আসলেই একজন দেশ প্রেমিক, করোনাকালীন সময় অক্সিজেন সিলিন্ডার বিতরণ করে তিনি আবারও প্রমাণ করলেন আসলে তিনি মানবতার ফেরিওয়ালা। তিনি এটাও বলেন, এটা একটি সদগায়ে জারিয়া।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, আরিফুর রহমান কিশোর, তিতাস রহমান, প্রেম চাঁদ অধিকারী আরাফাত, হাসিব কোরায়শী, জয়নাল আবেদিন, রাকিবুল ইসলাম টিটু, অরিজিৎ দাস, রক্তিম ঘোষ, তন্তু মজুমদার, আসিফ ইসলাম প্রমুখ। মহান আল্লাহ পাকের দরবারে সাদিক হোসেন সাদী শুকরিয়া আদায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্বোধন ঘোষণা করেন।
প্রবাসী জয় নেহাল এক ভিডিও বার্তায় বলেন, মহান আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব মানুষ, আর এই মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, আমি সেই জন্য মানুষকে ভালোবাসি ও সকলের কাছে তাদের নিজ পরিবারের জন্য দোয়া চেয়েছেন, এবং এভাবেই সব সময় সব প্রতিকুল অবস্থায় দেশের মানুষের পাশে দাড়াতে পারি।
অক্সিজেন সিলিন্ডার কুষ্টিয়ায় করোণা আক্রান্ত অসহায়-দুস্থ ব্যক্তিরা নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে ০১৭১১-৫৮৮২৮৯, ০১৭১৮-৪০৬৫৩১, ও ০১৭৫৫-০৫৯৯০৬ তা সংগ্রহ করতে পারবেন।