বুধবার ● ৩০ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় » গণতান্ত্রিক পরিবেশ থাকলেই নারীরা রাজনৈতিক কর্মকণ্ডে অংশ নিতে অনুপ্রাণীত হবে
গণতান্ত্রিক পরিবেশ থাকলেই নারীরা রাজনৈতিক কর্মকণ্ডে অংশ নিতে অনুপ্রাণীত হবে
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাজনৈতিক দল সমূহের সকল স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্যের অন্তর্ভূক্তি নিশ্চিত করতে ২০৩১ সাল পর্যন্ত সময় বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে।
নির্বাচন কমিশন বরাবর পাঠানো চিঠিতে পার্টির পক্ষ থেকে আজ পাঠানো চিঠিতে এই শর্ত প্রতিপালনে কমপক্ষে আগামী ১০ বছর সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠি উত্তরে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে নারীর অধিকার, মর্যাদা ও উন্নয়নের স্বার্থে পার্টির কেন্দ্রীয় কমিটিসহ সকল পর্যায়ের কমিটিতে ন্যূনতম এক তৃতীয়াংশ নারী সদস্য থাকা প্রয়োজন। এই লক্ষ্য পূরণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা থাকা প্রয়োজন।
পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশন বরাবর পাঠানো চিঠিত বলা হয়েছে নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ থাকলেই কেবল নারীরা বেশী সংখ্যায় রাজনৈতিক কর্মকণ্ডে অংশ নিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণীত হবে। এ লক্ষ্যে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সকল ধরনের প্রচারণা বন্ধ করে নারীর জন্য নিরাপদ ও বৈষম্যহীন গণতান্ত্রিক পরিবেশ তৈরী করতেও নির্বাচন কমিশন উপযুক্ত ভূমিকা রাখতে পারে।
পার্টির চিঠিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তসমূহ চাপিয়ে না দিয়ে রাজনৈতিক দলসমূহের মতামত ও পরামর্শসমূহকেও নির্বাচন কমিশনের বিবেচনায় নেবার আহ্বান জানানো হয়্
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর স্বাক্ষরে নির্বাচন কমিশন বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।