বুধবার ● ৩০ জুন ২০২১
প্রথম পাতা » খেলা » বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া অমিত আর নেই
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া অমিত আর নেই
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত দিল্লির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।
কিডনি প্রতিস্থাপন করতে ভারতে গিয়েছিলেন অমিত। সেখানে সফলভাবে অস্ত্রোপচারের খবরও এসেছিল। কিন্তু পরবর্তী জটিলতায় আজ বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গণমাধ্যমকে জানান, “দু’দিন আগে অমিত ভাইয়ের অসুস্থ বড় ভাই স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এই খবর পাওয়ার পর থেকেই তিনি খুব ভেঙে পড়েন। আজ তার নিয়মিত চেকআপ ছিল। কিন্তু কয়েকবার স্ট্রোকের পর তাকে আর বাঁচানো যায়নি।”
মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে চলে যাওয়া অমিত যুক্ত ছিলেন হ্যান্ডবল এবং বাংলাদেশ বয়েজ ক্লাবের সঙ্গেও। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধক্ষ্যের দায়িত্বেও ছিলেন ক্রীড়াঙ্গণের এই পরিচিত মুখ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ম্যাচ কমিশনার হিসেবে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও ছিল তার।
অমিতের অকাল মৃত্যুতে শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।