শুক্রবার ● ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বান্দরবান » বান্দরবান জেলা বিএনপি’র সম্মেলনে দু’গ্রুপের উত্তেজনা
বান্দরবান জেলা বিএনপি’র সম্মেলনে দু’গ্রুপের উত্তেজনা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পৌর বিএনপি’র ঘরোয়া সম্মেলনকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকেলে দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ,যুবদলের আহবায়ক আবু বক্কর,শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশাল গ্রুপ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের দিকে এগুলে পুলিশ ঠিচার্জ করে বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করে দেয়। কয়েক দফায় চলে লাঠিচার্জের ঘটনা। এতে কবির আহমদসহ ২জন বিএনপি কর্মী আহত হয়। এদিকে বিএনপি’র অপর গ্রুপ বিক্ষোভের মুখে পড়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই তড়িঘড়ি করে মোঃ নাছির উদ্দিন চৌধুরীকে সভাপতি ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কবির আহমেদকে সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি’র কমিটি ঘোষনা করেন জেলা বিএনপি’র সদস্য এ্যাড কাজী মহতুল হোসেন যত। গোপন বৈঠকের মাধ্যমে জেলা বিএনপি’র সভাপতি সাচিংপ্রু জেরীর মনোনীত ব্যাক্তিদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন করায় বিক্ষোভে ফেটে পড়ে ত্যাগী নেতাকর্মীরা। আজ কমিটি ঘোষনা হবে জেনে আব্দুল মাবুদের নেতৃত্বে বিশাল এই গ্রুপটি শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি চৌধুরী মার্কেট এলাকায় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে আসলে পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশের সাথে বিএনপি’র একাংশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ জানান, দল গোছানোর নামে সাচিংপ্রু জেরী ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিজের পছন্দমত ব্যাক্তিদের বসিয়ে পকেট কমিটি করছে। যা বিএনপি’র গঠনতন্ত্র পরিপন্থি। তিনি জনবিচ্ছিন্ন নেতাকর্মীদের সমন্বয়ে গঠন করা কমিটি’র তীব্র বিরোধীতা করেন এবং সম্মেলনের মাধ্যমে জেলা, উপজেলা ও পৌর সভার কমিটি করার দাবী জানান। তিনি আরো জানান, পৌর বিএনপি’র নাটকীয় সম্মেলনে বিএনপি’র সিনিয়র কোন নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এক সময়ের বহিস্কৃত ও বর্তমান জেলা কমিটির সদস্যকে দিয়ে পৌর কমিটি গঠনের তীব্র সমালোচনা করেন।
আপলোড : ২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় :রাত ১০.৪৬ মিঃ