শুক্রবার ● ২ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » কঠোর লকডাউনে মিরসরাইয়ে ১৭ জনকে জরিমানা
কঠোর লকডাউনে মিরসরাইয়ে ১৭ জনকে জরিমানা
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে চলমান লক ডাউনের প্রথম দিনে ১৭ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার ১ জুলাই সকাল থেকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার মাঠে ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে সরকারি নির্দেশনা ব্যতিত দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় ১৭ জনকে ১৮৮০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ৭ জনকে ৫৮০ টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ জনকে ১৩০০ টাকা জরিমানা করেন।
জরুরি প্রয়োজন ছাড়া যারা বাহিরে বের হয়েছে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে। এদিকে মিরসরাইয়ে দ্রুতগতিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। উপজেলার প্রায় সব এলাকায় ঘরে ঘরে জ্বর, সর্দি ও কাশির রোগী রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার উপজেলায় করোনা পজেটিভ হয়েছে ২১ জনের। গত এক সপ্তাহে উপজেলায় ১০৯ জনের করোনা পজেটিভ হয়েছে।