শুক্রবার ● ২ জুলাই ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » নিখোঁজ ব্যাংক কর্মকর্তাকে ৫ দিন পর ঢাকা থেকে উদ্ধার
নিখোঁজ ব্যাংক কর্মকর্তাকে ৫ দিন পর ঢাকা থেকে উদ্ধার
সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা পলাশবাড়ীর সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার আবু সুফিয়ান (৩১) নিখোঁজের ৫ দিন পর ঢাকার আদাবর থানা এলাকার একটি বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। ব্যাংক কর্মকর্তা স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন। বৃহস্পতিবার গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, গত ২৪ জুন বিকেলে নিজের বিয়ের কেনাকাটার জন্য আবু সুফিয়ান গোবিন্দগঞ্জে যান। পরে তিনি রাত সাড়ে ৮টার সময় তার বাড়ি ফিরতে দেরী হবে বলে বিষয়টি পরিবারের লোকজনকে জানায় এবং এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়।
ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান বাড়িতে ফিরে না আসলে তার ভগ্নিপতি জাহিদুর রহমান বাদি হয়ে গত ২৫ জুন পলাশবাড়ী থানায় তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার একটি জিডি করেন। এরপর থেকেই গাইবান্ধা জেলা পুলিশ অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানে নিখোঁজ আবু সুফিয়ানকে গত ৩০ জুন বুধবার ঢাকার আদাবর থানার রোড ৩, ৩১নং একটি বাড়ির নিচ তলা থেকে উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার নিজ বিবাহের আগের দিন গোবিন্দগঞ্জে কেনাকাটা করতে যাওয়ার পরে বিভিন্ন মানসিক টেনশনে সিদ্ধান্ত হীনতায় পড়ে নিজেই মোবাইল ফোন বন্ধ করে মাইক্রোযোগে ঢাকায় চলে যায় এবং স্বেচ্ছায় আত্মগোপন করে বলে জানান ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান।