রবিবার ● ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » পরবাস » করোনা : রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ও রেডব্রিজ জনস্বাস্থ্য বিভাগ একসঙ্গে কাজ করবে
করোনা : রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ও রেডব্রিজ জনস্বাস্থ্য বিভাগ একসঙ্গে কাজ করবে
লন্ডন :: জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে কোভিড-১৯ টিকাকরণে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি) এবং রেডব্রিজ জনস্বাস্থ্য বিভাগ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।
গত ২ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রেডব্রিজ জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মিসেস শ্রীপর্না রায়ের সঙ্গে আরসিটি কর্মকর্তাদের এক জুম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জুম বৈঠকে মিসেস শ্রীপর্না রায় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে বিরাজমান দ্বিধা-দ্বন্দ্ব নিরসনে সরকারের নিয়মনীতি ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই ক্ষেত্রটিতে রেডব্রিজ জনস্বাস্থ্য বিভাগ রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি)-এর সঙ্গে অংশিদারীত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী।
মিসেস রায় জাতিগত সংখ্যালঘুদের ১৮ থেকে ২৪ বছরের বেশি বয়সীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ না করার প্রবণতা নিয়ে রেড ব্রিজ জনস্বাস্থ্য বিভাগের উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, এ বিষয়ে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের অগ্রাধিকার দিয়ে তাদের গোপনে সহায়তা করতে রেডব্রিজ জনস্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।
জুম বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি)-এর উপদেষ্টা ফারুক উদ্দিন, সাধারন সম্পাদক ফানু মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক শাহীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আফসর হুসেন এনাম, এমদাদ আহমদ, মিছবাহ জামাল, মাহবুব হুসেন রুনু, নিয়াজ চৌধুরী শুভন, জয়নুল চৌধুরী, ফজলুল হক প্রমুখ।