রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ইনরোলমেন্ট এ্যান্ড ক্যাম্পেইন
ঝিনাইদহের প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ইনরোলমেন্ট এ্যান্ড ক্যাম্পেইন
ঝিনাইদহ প্রতিনিধি :: শনিবার সকালে ঝিনাইদহের কালীচরনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ইনরোলমেন্ট এ্যান্ড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ৷ শিশুদের স্কুলে দিন,উন্নয়নে অংশ নিন এই শ্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে কালীচরনপুর বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠিত হয় ৷ মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশন বাস্তবায়িত সুবিধা বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার অর্জন (ড্রিম) প্রকল্প আয়োজিত সভায় ম্যানেজিং কমিটির সভাপতি সনাতন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷ প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন কালিচরনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলম৷বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন৷ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ড্রিম প্রকল্প’র তৌহিদুর রহমান ডিটো ৷ সভায় ইউনিয়ন ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন, শিক্ষক খুরশিদা পারভীন,দিপালী রানী,ডলি রানী,মাধুরী হালদার, আফরিনা ইয়াসমিন, ফেডারেশনের সদস্য ফুলমতি বেগম,আব্দুল করিম,সোস্যাল এ্যানিমেটর আলী রাজ,শাহজালাল উপস্থিত ছিলেন৷ আলোচনা সভা পরিচালনা করেন ড্রিম প্রকল্পের ময়না খাতুন৷ একই কর্মসূচী ফেব্রুয়ারী ছয় তারিখে মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে,পনের তারিখে বিজয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, এগার তারিখে বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৷ স্ব-স্ব প্রতিষ্ঠানের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহোদয়গণ উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন৷সার্বিক ভাবে সহযোগিতা করেন ড্রিম প্রকল্প’র তৌহিদুর রহমান ডিটো ৷