রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খুলনায় আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা
খুলনায় আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা
খুলনা প্রতিনিধি :: নগরীর সার্কিট হাউজ মাঠে আজ রোববার থেকে শুরু হচ্ছে ১৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৷ খুলনা চেম্বার অব কমার্স ও এলিন ট্রেডার্সের যৌথ আয়োজনে মাসব্যাপী এই বাণিজ্য মেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত ৷ রোববার সন্ধ্যায় মাসব্যাপী এই বাণিজ্যমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান ৷ ইতোমধ্যে মেলার প্রস্তুতি শেষ করেছে আয়োজক কর্তৃপক্ষ৷ বাণিজ্য মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসার্স এলিন ট্রেডার্সের পরিচালক ইমরুল হাসান জানান, এ বছর বাণিজ্যমেলায় ১৫৩টি স্টল ও ১২টি প্যাভেলিয়ন রয়েছে ৷ ইতোমধ্যে স্টল ও প্যাভেলিয়ন তৈরির কাজ শেষ হয়েছে ৷ এ বছর অনেক কম সময়ের মধ্যে মেলার আয়োজন শেষ করতে হয়েছে ৷ এ জন্য সবকাজ শেষ করার আগেই মেলা উদ্বোধন করা হচ্ছে ৷ উদ্বোধনের দিন ও পরদিন মেলার সবার জন্য উন্মুক্ত থাকবে ৷ পরদিন থেকে টিকিট কেটে মেলায় প্রবেশ করতে হবে৷মেলার টিকিট মূল্য এখনও ঠিক করা হয়নি ৷ তিনি জানান, এবছর বাণিজ্যমেলা হবে বিগত ১৪ বারের তুলনায় বেশি ব্যতিক্রম ৷ দেশী-বিদেশী স্টল, টেঙ্টাইল জোন ও প্যাভিলিয়নসহ আর্কষণীয় অনেক কিছুই মেলায় থাকছে ৷ মেলায় এবার সবচেয়ে আকর্ষণীয় হবে শিশুদের খেলার জোন ৷ এছাড়া নবীনদের জন্য থাকবে ওয়াইফাই সুবিধা৷ এবার শুধু কেনাকাটাই নয়, বাণিজ্যমেলাকে বিনোদনের স্থান হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালানো হচ্ছে ৷ প্রসঙ্গত, প্রতিবছর খুলনার সার্কিট হাউজ মাঠে আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করে চেম্বার অব কমার্স ৷ মেলার কারণে বছরের প্রায় ৫মাস মাঠটি বন্ধ থাকে ৷ খুলনার একমাত্র খেলার মাঠও এটি ৷ এবছর জেলা স্টেডিয়ামের নির্মাণ কাজ চলায় খেলাধুলার সব চাপ পড়েছে সার্কিট হাউজ মাঠে ৷ এজন্য সার্কিট হাউজ মাঠে বাণিজ্য মেলার আয়োজন থেকে বিরত থাকতে আন্দোলনে নামে খুলনার ক্রীড়া সংগঠকরা ৷ এসবের কারণে এবছর বাণিজ্য মেলার আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় ৷ তবে নির্ধারিত সময়ের মধ্যে মেলা শেষ করার শর্ত এবং এবারই শেষবারের মতো মেলা আয়োজনের প্রতিশ্রুতি দেয়ায় মেলার শুরুর অনুমতি দেয়া হয় ৷