মঙ্গলবার ● ৬ জুলাই ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে লকডাউন কার্যকর করতে ৬ষ্ঠ দিনে তৎপর প্রশাসন
নবীগঞ্জে লকডাউন কার্যকর করতে ৬ষ্ঠ দিনে তৎপর প্রশাসন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: চলমান কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন ৬ জুলাই মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার এবং উপজেলার বিভিন্ন আউশকান্দি,বাংলাবাজার, বান্দেরবাজার, সৈয়দপুর বাজারে সকাল হতে সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উত্তম কুমার দাশ ৬টি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানের বিরুদ্ধে ১৫টি মামলা ও ১১হাজার ৮’শ টাকা জরিমানা করেছে ।
সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ ৬ জুলাই মঙ্গলবার চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা। অদ্য নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার এবং উপজেলার আউসকান্দি,বাংলাবাজার, বান্দেরবাজার, সৈয়দপুর বাজারে সকাল হতে সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উত্তম কুমার দাশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন। ১৫টি মামলায়
১১ হাজার ৮’শ টাকা জরিমানা করা হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানান।