মঙ্গলবার ● ৬ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পালন হচ্ছে কঠোর লকডাউন
কাউখালীতে পালন হচ্ছে কঠোর লকডাউন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলায় সারাদেশের ন্যায় কঠোরভাবে পালিত হচ্ছে মঙ্গলবার ৬ষ্ট দিনের মতো কঠোর লকডাউন।
কঠোর লকডাউনে উপজেলা প্রশাসন কঠোরভাবে অবস্থানের রয়েছে। যার ফলে উপজেলার সাথে দুর পাল্লার যানবাহন চলাচল বন্ধ সেই সাথে উপজেলার আভ্যন্তরীন রোটেও সকল যান চলাচল বন্ধ এবং সরকারী অফিস আদালত, বে-সরকারী অফিস আদালতও বন্ধ রয়েছে। যদিওবা মাঝে মধ্যে দু একটি সিএনজি, মোটর সাইকেল চলছে। দোকান পাট বন্ধ রয়েছে। শুধুমাত্র ঔষদের দোকান খাবার দোকান খোলা রয়েছে। তবে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা মোবাইল কোর্ট অব্যাহত রেখেছেন পাশাপাশি আইন শৃংখলা বাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় ঘাগড়া, বেতবুনিয়া, উপজেলা সদর, কাশখালী, কচুখালী ও ঘিলাছড়ি এলাকায় টহল অব্যাহত রেখেছেন।
দোকান পাট হাট বাজার বন্ধ থাকার কারনে লোকজন তেমন পরিলক্ষিত হয়নি। অপরদিকে কঠোর লকডাউনের কারনে শ্রমজিবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
কাউখালীতে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা
কাউখালী :: রাঙামাটি ৩০৫পদাতিক রিজিয়নের ব্যাবস্থাপনায় কাউখালী আর্মি ক্যাম্পের মাধ্যমে করোনা মহামারি মোকাবেলায় কাউখালী উপজেলায় আজ মঙ্গলবার সকাল ১১টায় পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেনা বাহিনীর মানবিক ত্রাণ সহায়ত্রা প্রদান করা হয়।
এ সময় সেনা বাহিনীর মানবিক ত্রাণ সহায়তা প্রদান করেন কাউখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন আহমেদ রাতুল।
এসময় উপস্থিত ছিলেন লেফটেনেন্ট ম্হাদী বিন হাসান, ওয়ারেন্ট অফিসার মো. জাকিরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য যে ৩০৫ পদাতিক রিজিয়ন রাঙামাটির ব্যবস্থাপনায় রাঙামাটি সদর জোনের সার্বিক তত্বাবধানে কাউখালী আর্মি ক্যাম্পের মাধ্যমে কাউখালী উপজেলায় করোনা মহামারি মোকাবেলায় মোট ৮০টি পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে চাউল ৫ কেজি, আটা , ডাল , আলু , লবণ, পিয়াজ, সোয়াবিন তৈল প্রদান করেন।