রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » সম্মিলিত নাগরিক কমিটি পার্বত্য অঞ্চলে সম্প্রীতির দেয়াল তৈরী করছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
সম্মিলিত নাগরিক কমিটি পার্বত্য অঞ্চলে সম্প্রীতির দেয়াল তৈরী করছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য অঞ্চলে বসরবাসকৃত সকল জনগোষ্ঠির মাঝে যে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক চলমান রয়েছে তা বিনষ্ঠ করতে ইদানিং সম্মিলিত নাগরিক কমিটির নামে একটি সংগঠন দেয়াল তৈরি চেষ্টা করছে বলে সন্দেহ প্রকাশ করেন ৷
তিনি শনিবার দুপুরে মাটিরাঙ্গা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা ও সূধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন ৷
তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক৷ জেলা পর্যায়ে নাগরিক কমিটি বলতে মূলত কোন কমিটির অসত্মিত্ব নেই৷ এটি মূলত: ব্যবহৃত হয় নির্বাচনের সময়, যখন কোন প্রার্থী কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে অবিবেচ্য হন ৷ সম্প্রতিকালে মাটিরাঙ্গাসহ বিভিন্ন উপজেলায় তথাকথিত নাগরিক কমিটির নামে যে কমিটি তৈরির নাটক চলছে তা উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে পাহাড়ী-বাঙালির মধ্যে যে সূ সম্পর্ক বিরাজ তা বিনষ্টের জন্যই করা হচ্ছে ৷ এখানকার পাহাড়ী-বাঙালীর মধ্যে বিশ্বাস ও আস্থার দেয়াল তৈরি করে স্বার্থ হাসিলের অপচেষ্ঠা চালাচ্ছে ৷ এসময় তিনি সকলকে এধরনের কথিত সম্মিলিত নাগরিক কমিটিকে প্রতিহত করার আহবান জানিয়ে আরো বলেন, সকল জনগোষ্ঠির মধ্যে ঐক্যের সুদৃঢ় বন্ধন স্থাপনে খাগড়াছড়ির উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার আন্তরিক ৷ তিনি থানা এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশ বান্ধবদের সম্মাননা প্রদানের ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজনে উদ্যোগ নেয়ায় থানা অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটোকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ৷ অনষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন বাসত্মবায়নে খাগড়াছড়িতে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি অটুট ও উন্নয়নে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি ৷ তিনি সমাজের অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি স্থাপনে পুলিশিং কমিটিকে আরো বেশী তত্পর থাকার আহবান জানান ৷
এসময় বিশেষ অতিথি’র বক্তব্যে জেলা পুলিশ সুপার মজিদ আলী (বিপিএম) সেবা আইন শৃংখলা রক্ষার স্বার্থে ও অপরাধির ক্ষেত্রে পুলিশ পাহাড়ী-বাঙালি ,ধনী গরীবের শ্রেণীভেদ না করে সঠিক আইন প্রয়োগের মধ্যে দিয়ে পুলিশী কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন ৷
এছাড়া অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি জীতেন বড়ুয়া তাঁর বক্তব্যে মোটর সাইকেল চালক শান্ত হত্যায় সৃষ্ট উত্তেজনা বৃদ্ধিতে যে সকল কু-চক্রিমহল সামাজিক নেটওয়ার্কে (ফেইসবুকে) মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে পার্বত্য চট্টগ্রামে উত্তেজনা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে তাদের চিহ্নিত করে তথ্য আইনের আওতায় আনার দাবী জানান ৷
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা পৌরসভার নব নির্বাচিত মেয়র মো. শামসুল হক, মাটিরাঙ্গা উপজেলার সমন্বয় কমিটির সভাপতি এম.এম জাহাঙীর আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন লিটন প্রমুখ ৷
অনুষ্ঠানের ২য় পর্বে মাটিরাঙ্গা থানার ২০জন পুলিশ বান্ধব ব্যক্তিদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ ৷