বুধবার ● ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙ্গালহালিয়াতে প্রধানমন্ত্রী উপহার গরীবদের মাঝে নগদ অর্থ বিতরন
বাঙ্গালহালিয়াতে প্রধানমন্ত্রী উপহার গরীবদের মাঝে নগদ অর্থ বিতরন
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া পরিষদ হলে সকাল ১০ টায় আজ ৭ জুলাই প্রধানমন্ত্রী উপহার দুস্থ ও গরীব পরিবার মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে প্রদান করেন ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে রোগ প্রাদুর্ভাবে সারাদেশেব্যাপী অসহায় নিরহ দুস্থ ও গরীব কর্মহীন পড়েছে এর আলোকে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখহাসিনা নিজ উদ্যেগে উপহার স্বরুপ হিসেবে প্রতি দুস্থ ও গরীব পরিবার মাঝে ৫০০ টাকা করে দেয়া প্রকল্প বরাদ্দকৃত হাতে নেয়।
এ প্রকল্পের মাধ্যমে কিছুটা হলেও দুস্থ ও গরীব পরিবাররা সে টাকা পেয়ে আনন্দিত পেয়েছেন। উপকারভোগী সানুমা মারমা বলেন,সারাদেশে করোনা রোগ প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ার কঠোর লকডাউন চলছে,তাই দুস্থ ও গরীবরা কর্মহীন হয়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিজ উদ্যেগে উপহার স্বরুপ ৫০০ টাকা পেশে খুশি তাই দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
আজ ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের জনসাধারণ দুস্থ ও গরীব পরিবার মাঝে মোট ২৬৭ জন জন প্রতি ৫০০ টাকা করে অর্থ পেয়েছে। ৫নং ওর্য়াডে-৫১ জন,৬নং ওয়ার্ডে -১৪৮ জন,৭নং ওয়ার্ডে-৪৫ জন,৮নং ওর্য়াডে-২৩ জন।
ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা বলেন,পর্যায় ক্রমে বাকিদের দুস্থ ও গরীব পরিবারদেরকে বরাদ্দকৃ অর্থ ৫০০ করে আবার প্রধানমন্ত্রী উপহার স্বরুপ আসলে জনগণের মাঝে দেয়া হবে বলে জানিয়েছেন।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা, কাজল কান্তি নাথ বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ডিজিএফ এর গয়েন্দা সদস্য মো. সোহেল ও সকল ওর্য়াডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।