বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » খেলা » কোপা আমেরিকায় আর্জেন্টিনার জয়,নিশ্চিত করল ফাইনাল
কোপা আমেরিকায় আর্জেন্টিনার জয়,নিশ্চিত করল ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ সময় আজ সকালে শুরু হওয়া শ্বাসরুদ্ধকর ম্যাচে কলম্বিয়াকে পেনাল্টিতে ৩-২ এ হারিয়ে ফাইনালে পৌছেঁছে আর্জেন্টিনা। শ্বাস রুদ্ধকর এই ম্যাচ জয়ের মূল নায়ক আর্জেন্টাইন গোল রক্ষক এমিলিয়ানোমারটিনেজ। কলম্বিয়া বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল এই ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হলে, ম্যাচটি পেনাল্টিতে গড়ায়। এসময় এমিলিয়ানোমারটিনেজ এর দুর্দান্ত গোলকিপিং এ কলম্বিয়ান ডেভিনসনসানচেজ, ইয়েরিমিনা ও এডউইন কেরোডারশট গোলবার থেকে ফিরিয়ে দিলে আর্জেন্টিনা তাদের ফাইনাল নিশ্চিত করে। আর্জেন্টিনার পক্ষে৩ টি গোল করে লিওয়েন মেসি, লিয়ানদ্রো পারদেস এবং লাওটা রোমারটিনেজ। এসময় এ জয়ের নায়ক আর্জেন্টাইন গোল রক্ষক এমিলিয়ানো মারটিনেজ অতিউচ্ছসিত হয়ে বলেন,“আমিবাকরুদ্ধ। তারা আমাদেরকে পেনাল্টি পর্যন্ত নিয়ে এসেছে। আর পেনাল্টি মানেই ভাগ্য। আজকে ভাগ্য আমার দিকে ছিল, তাই আমরা জিতেছি”।
১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর এবার আর্জেন্টিনা তাদের বড় আর্ন্তজাতিক খেতাব অর্জন করতে চাইছে, এই জয়ের মাধ্যমে যার খুব কাছেই তারা পৌঁছে গেছে। এবারের আসরের অন্যতম বড় তারকা লিওনেল মেসি, ৪ গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতার তালিকায় আর সাথে ৫ টি গোলের এসিস্ট তাকে টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ৩ গোল করে লাওটা রোমারটিনেজ আছে ঠিক তার পিছেই।
আর্জেন্টিনার এ জয়ে উচ্ছসিত এদেশের হাজারো আর্জেন্টাইন সার্পোটার। বহু প্রতিক্ষিত এবারের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সারাবিশে^র মতই উচ্ছসিত এদেশের হাজারো- লাখো সর্মথক। ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১১ জুলাই সকাল ৬ টায়। এদিকে গত সোমবার পেরুকে ১-০ গোলে হারিয়ে পূর্বেই তাদের সেমি ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।