বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে করোনায় কর্মহীন পরিবারকে মানবিক সহায়তা
খাগড়াছড়িতে করোনায় কর্মহীন পরিবারকে মানবিক সহায়তা
আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদে লকডাউনে করোনা পরিস্থিতিতে ২৭৫পরিবারকে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।
আজ বৃহস্পতিবার ৮ জুলাই সকালে জেলা সদরের ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদে ২৭৫জনকে ২০কেজি করে চাউল বিতরণেব মানবিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা ও ইউপি সদস্য মো.তাজুল ইসলাম প্রমূখ।
বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন, কোভিড-১৯ এর কারনে লকডাউন অমান্যকারীদের সচেতনতার জন্য শুধুমাত্র জরিমানা আদায় ও শাস্তি প্রদান করাই হয় না।
করোনায় কর্মহীন হওয়া হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরন করছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।