শিরোনাম:
●   ১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি ●   ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন ●   ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৮ ●   খাগড়াছড়িতে প্রয়াত সাংবাদিক মকসুদ আহমেদ’র শোকসভা ●   পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার ২০তম কাউন্সিলে ১৫ সদস্যের নতুন কমিটি ●   মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে মধ্যরাত পর্যন্ত শাহবাগে চললো বহু ভাষার লহরী ●   রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ●   শোকর-এ মওলা মনজিল এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন ●   জেলার জনসভায় অংশগ্রহণ না করে মশাল মিছিল ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় বাজেট বৃদ্ধি জরুরি ●   মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন ●   কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক ●   গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’ ●   জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবেনো : জয়নুল আবেদীন ●   বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে : মেয়র শাহাদাত হোসেন ●   ফটিকছড়িতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ●   রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ডেকোরেশন ব্যবসায়ী গুলিবিদ্ধ ●   একুশের প্রথম প্রহরে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ●   মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক মকছুদ আহমেদ ●   সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ●   কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   কুষ্টিয়ার চরমপন্থী নেতা আতিয়ার খাঁকে হত্যা করল তৃতীয় পক্ষ ফাঁসল ২য় পক্ষ -পর্ব ১ ●   হাটহাজারী উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   রাউজানে ভাষা শহীদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন ●   নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ●   দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি ●   ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ●   বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলে একুশে ফেব্রুয়ারি পালন ●   রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত ●   মিরসরাইয়ে দুই স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রাঙামাটি, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের গনপুর্তের নিবার্হী প্রকৌশলীর সিদ্ধান্তে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের গনপুর্তের নিবার্হী প্রকৌশলীর সিদ্ধান্তে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার
রবিবার ● ৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের গনপুর্তের নিবার্হী প্রকৌশলীর সিদ্ধান্তে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বেলা ৪.১০মিঃ) ঝিনাইদহের গনপুর্তের নির্বাহী প্রকৌশলীর সিদ্ধান্তে লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার ৷ এলটিএম পদ্ধতিতে জোনের মধ্যে তালিকাভূক্ত কোন ঠিকাদার লাগে না বলে ইজিপি প্রশিক্ষন প্রাপ্তরা জানান ৷ কিন্তু ঝিনাইদহের গনপুর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আল আমিন শর্তাবলীর মধ্যে একটি শর্ত জুড়ে দিয়েছেন ৷ ইজিপি এলটিএম এর ক্ষেত্রে সারাদেশে একই নিয়ম প্রযোজ্য ৷ ঝিনাইদহের গনপুর্তের ক্ষেত্রে আলাদা কোন নিয়ম নেই বলে জানিয়েছেন ঝিনাইদহের ঠিকাদাররা ৷ ইজিপি এলটিএম এর ক্ষেত্রে এলজিইডি,বিদু্যত্‍ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একই নিয়ম প্রয়োজ্য আছে বলে তারা জানান ৷ ঝিনাইদহের বিভিন্ন ইজিপি টেন্ডারকারী প্রতিষ্ঠান সুত্রে জানা যায়, এলটিএম এর ক্ষেত্রে ইজিপিতে কোন লাইসেন্সের প্রয়োজন হয় না, শুধুমাত্র ইজিপিতে রেজিষ্টিশন/নিবন্ধন করা থাকলেই এক জন লাইসেন্স হোল্ডার টেন্ডার ক্রয় করে সাবমিশন করতে পারে ৷ অন্যদিকে ওটিএম এর ক্ষেত্রে তার পুর্ব যোগ্যতা প্রয়োজন থাকতে হয় কিন্তু স্ব-স্ব দপ্তরের কোন লাইসেন্স প্রয়োজন হয় না ৷ কিন্তু ঝিনাইদহের নির্বীহী প্রকৌশলী নিজের ক্ষমতা বলে শর্ত জুড়ে দেওয়ার কাজ করেছে ৷ এতে সীমিত আকারে দরপত্র বিক্রয় হয়৷ তাতে সরকার ক্ষতির সম্মুথীন হচ্ছে ৷ প্রতিষ্ঠানগুলো আরো জানায়, সরকার প্রতিটি ই-টেন্ডার থেকে এক হাজার ত্রিশ টাকা আয় করে ৷ বিভিন্ন অফিসের নথি থেকে দেখা যায় ঝিনাইদহে একটি ই-টেন্ডারের ক্ষেত্রে সর্ব নিন্ম ৯৫টি এবং সর্বোচ্চ ১৩৫টি টেন্ডার বিক্রয় হয় ৷ গড়ে ১২০টি টেন্ডার বিক্রয় হয়৷ ঝিনাইদহে গনপুর্তে ১১ গ্রুপের কাজ বের হয়েছে৷ যদি ১২০ টি করেও টেন্ডার বিক্রয় হত সেক্ষেত্রে তের লক্ষ নয় হাজার ছয় শত টাকা আয় হত ৷ নির্বীহী প্রকৌশলী ক্ষমতা বলে শর্ত জুড়ে দেওয়ার কারনে যা বিক্রয় হবে তাতে দশ লক্ষ টাকার রাজস্ব আয় থেকে বঞ্জিত হবে সরকার ৷
ঝিনাইদহের ঠিকাদারী প্রতিষ্ঠানরা জানান, ইজিপি এলটিএম এর ক্ষেত্রে সারাদেশে একই নিয়ম প্রযোজ্য ৷ ঝিনাইদহের গনপুর্তের ক্ষেত্রে আলাদা কোন নিয়ম নেই বলে জানিয়েছেন ঝিনাইদহের ঠিকাদাররা ৷ ইজিপি এলটিএম এর ক্ষেত্রে এলজিইডি,বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একই নিয়ম প্রয়োজ্য আছে বলে তারা জানান৷ ঝিনাইদহের ইজিপি প্রশিক্ষন প্রাপ্ত এনামুল কবীর, নুরুল হক ও রনি জানান, ইজিপি ট্রেনিং এর সময় ট্রেনারদের নিকট এলটিএম সমন্ধে প্রশ্ন করা হলে তারা জানান এলটিএম এর ক্ষেত্রে ইজিপিতে কোন লাইসেন্সের প্রয়োজন হয় না, শুধুমাত্র রেজিষ্টিশন / নিবন্ধন করা থাকলেই এক জন লাইসেন্স হোল্ডার টেন্ডার ক্রয় করে সাবমিশন করতে পারবে ৷ কিন্তু ঝিনাই্দহের গনপুর্ত প্রকৌশলীর কারনে সরকার এত টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে ৷ গত জানুয়ারী মাসে অনুরূপভাবে পাঁচ গ্রুপ এলটিএম টেন্ডার কল আহ্বান করে ৷ সেক্ষেত্রে মাত্র ৩০-৩৫ জন ঠিকাদার অংশ গ্রহন করে ৷ এক্ষেত্রেও সরকার লক্ষ লক্ষ টাকা থেকে বঞ্চিত হয় ৷ ঝিনাইদহের ঠিকাদারী প্রতিষ্ঠান ফিরোজা এন্টার প্রাইজ ও হক এন্টারপ্রাইজের স্বত্বাধাকারীরা জানান,জেলায় ৩৫০থেকে ৪০০ ঠিকাদরী প্রতিষ্ঠানের ইজিপি রেজিষ্টশন করা আছে ৷ এই সমস্ত প্রতিষ্ঠান প্রতি বত্‍সর হাজার হাজার টাকা দিয়ে ইজিপি লাইসেন্স নবায়ন করে থাকে ৷ এমন সিদ্ধানত্মের কারনে সরকার দশ লক্ষ টাকার রাজস্বথেকে বঞ্চিত হচ্ছে বলে তারা জানান ৷ যা নিয়মবহির্ভত বলে জানিয়েছেন ৷
এ ব্যাপারে ঝিনাইদহের গনপুর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আল আমিন জানান, ইজিপি রেজিষ্টিশনধারী ও গনপুর্ত ঝিনাইদহের তালিকাভুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান হলে চলমান এলটিএম এ অংশ গ্রহণ করতে পারবে ৷ ঝিনাইদহের ইজিপির অন্যান্য ঠিকাদাররা যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন বলে দাবী করেন তিনি ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)