শুক্রবার ● ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত : ১ আহত: ২৫
মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত : ১ আহত: ২৫
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছ । এই সড়ক দুর্ঘটনায় কবির হোসেন নামে একজন ঘটনাস্থলে মারা যায় । এছাড়া আহত হয়েছে অন্তত ২৫ জন। শুক্রবার সকালে উপজেলার বড়নাল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। হতাহত যাত্রীদের সকলেই গার্মেন্ট শ্রমিক বলে জানা গেছে । সকলেই মাটিরাঙ্গার তাইন্দং থেকে চট্টগ্রামে কর্মস্থলে যাচ্ছিল।
প্রতিনিধি অন্তর মাহামুদ জানায়, উপজেলার তাইন্দং থেকে চট্টগ্রামগামী একটি রিজার্ভ বাস (চট্টমেট্রো-১১-০০৯৫) পুরান বড়নাল এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লোঙ্গায় পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও বিজিবি আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত মোঃ কবির হোসেন উপজেলার তাইন্দং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সাফর আলীর পুত্র । আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নুর আহাম্মদ, শানু, সাখাওয়াত হোসেন ও মনির হোসেন নামে চার জনকে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই নারী বলে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ দত্ত জানিয়েছে। আহতদের অনেককেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো সিএইচটি মিডিয়া টুযেন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানায়, মাটিরাঙ্গার আইন্দং থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য একটি বাস রিজার্ভ করেন স্থানীয় গার্মেন্ট কর্মীরা। যাত্রীবাহী বাসটি শুক্রবার সকালের পুরান বড়নাল এলাকায় পাহাড় উঠতে গিয়ে নীচের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে এক গার্মেন্ট শ্রমিক নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হন।
অতিরিক্ত যাত্রী বহনের কারনেই দুর্ঘটনাটি ঘটে বলে ওসি মাটিরাঙ্গা জানান । দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। আপলোড ২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৪৬মিঃ