শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ১৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬২
ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ১৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬২
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে বেড়েছেই চলেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১৬২ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন ও শৈলকুপা উপজেলায় মারা গেছে একজন। এছাড়াও সদর হাসপাতালে ভর্তি অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩ জন। এদিকে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬২ জন। শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে। আক্রান্তের হার ৩৬ দশমিক ৬৫ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ৪’শ ৮২ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৮৬ জন। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১২৩ জন।
শ্লীলতাহানীর দায়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
ঝিনাইদহ :: পূর্বশত্রুতা নাকি শ্লীলতাহানী? থানায় দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। কার কথা ঠিক? ঝিনাইদহ সদর উপজেলার শাগান্না ইউনিয়নের শাগান্না গ্রামের ষাটতলা পাড়ায় পূর্বশত্রুতা ও শ্লীলতাহানীর দায়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দু’পক্ষ। এ নিয়ে এলাকাজুড়ে চলছে চরম তোলপাড়। শুক্রবার সরেজমিনে ঝিনাইদহের শাগান্না ইউনিয়নের শাগান্না গ্রামের ষাটতলা পাড়ায় গিয়ে পূর্বশত্রুতা ও শ্লীলতাহানীর ঘটনা তদন্ত করে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। শাগান্না ইউনিয়ন ছাত্রলীগের নেতা মোঃ বিল্লাল হোসেন, সোহাগ আহমেদ হযরত আলী ও স্থানীয় মাতব্বর মালেক শিকদার জানায়, সদর উপজেলার শাগান্না ইউনিয়নের শাগান্না গ্রামের ষাটতলা পাড়ায় রাশিদুলের নয়া স্ত্রী তানিয়া খাতুন একই এলাকার ডাকবাংলা বাজারের আব্দুর রউফ মহাবিদ্যালয়ে প্রথম বর্ষে পড়াবস্থায় একই এলাকার বাবলু মিয়ার ছেলে বখাটে স¤্রাট হোসেন (২১) রাস্তার মাঝে, কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন তানিয়াকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে তানিয়া তার পিতা মাতাকে বিষয়টি অবহিত করলে তার পিতা মাতা তানিয়াকে শাগান্না গ্রামের ষাটতলা পাড়ায় হযরত আলীর ছেলে রাশিদুলের সাথে প্রায় দুই মাস পূর্বে বিবাহ দেই। তানিয়ার বিয়ের পরেও ক্ষান্ত হয়নি এলাকার আলোচিত বখাটে স¤্রাট হোসেন। স¤্রাট সদ্য বিবাহিত তানিয়ার শ্বশুর বাড়ির আশপাশে তার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন সময়ে অশ্লিল ও আপত্তিজনক কথাবার্তা বলে। এবিষয়টি তানিয়া তার শ্বশুর হযরত আলী ও শ্বাশুড়ি নজিরন নেছাকে জানালে তারা মানসম্মানের ভয়ে আপাতত চুপ থাকতে বলে। ঘটনার দিন ৬ই জুলায় মঙ্গলবার বিকালে ইজিবাইক যোগে সম্্রাট তার বাখাটে বন্ধুদেরকে নিয়ে ইজিবাইক যোগে তানিয়ার শ্বশুর বাড়ির আশপাশে ওৎ পেতে থেকে সুযোগ বুঝে তানিয়ার হাত ধরে তুলে নিয়ে যেতে চাইলে তানিয়ার ডাক চিৎকারে ছাত্রলীগের নেতা বিল্লাল হোসেন, সোহাগ আহমেদ হযরত আলী ও স্থানীয় মাতব্বর মালেক শিকদারসহ স্থানীয়রা ছুটে এসে স¤্রাটকে উত্তমমধ্যম দেই। এসময় স¤্রাটের বখাটে বন্ধুরা স্থারীয়দের হাতে উত্তমমধ্যম খাওয়ার পর পালিয়ে যায়। পরে স¤্রাটকে এলাকার বৈডাঙ্গা বাজারের বৈডাঙ্গা প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সম্্রাটের পিতা বাবলু মিয়ার কাছে সোপর্দ করে। এসময় বাবলু মিয়ার সাথে তানিয়া পক্ষের কথা থাকে দুই এক দিনের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। কথা রাখেনি স¤্রাটের পিতা বাবলু মিয়া। একটি কুচক্রী মহলের ইন্ধোনে তিনি পরদিন ছেলে স¤্রাটকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে একটি মেডিকেল এসাল্ট (মারপিট) সার্টিফিকেট নিয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। তার অভিযোগে স¤্রাটকে হাতুড়িপেটা করার পর মুমুর্ষ অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে মর্মে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলে জানায় এলাকার মাতুব্বর মালেক শিকদার। স¤্রাটের পিতার থানায় মিথ্যা অভিযোগ দায়েরের বিষয়টি জানাজানি হলে ৮ই জুলায় তানিয়া খাতুন ঝিনাইদহ সদর থানায় স¤্রাট হোসের গংদের বিরুদ্ধে একটি শ্লীলতাহানী ও মানহানীকর অভিযোগ দায়ের করেন। এবিষয়ে শাগান্না ইউনিয়নের মেম্বর রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দু’পক্ষই আমার ওয়ার্ডে সুতরাং আমি এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। এঘটনায় এলাকাবাসি সাংবাদিকদের কছে নিখুত তদন্তের মাধ্যমে বখাটে স¤্রাট গংদের অত্যাচারে আর কোনো মেয়ে যেন এভাবে হ্যারেজেমেন্ট না হয় মর্মে স¤্রাট গংদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ, মালিকের ৬ মাসের কারাদন্ড
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টার পাড়া থেকে বিপুল পরিমাণ নকল এ্যাজমা, ঠান্ডা ও গ্যাসের ঔষধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেসময় এই ঔষধ মজুদ ও বিক্রির অভিযোগে বাড়ির মালিক গোলাম নবীকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, বেশ কিছুদিন ধরেই শহরের আরাপপুর মাস্টারপাড়া এলাকার একটি বাড়িতে নকল ঔষধ মজুদ করে বিক্রি করা হচ্ছে এমন অবিযোগ আসে। এই অভিযোগের প্রেক্ষিতে রাতে গোলাম নবী’র বাড়িতে অভিযান চালানো হয়। সেসময় ছাদে ওঠার সিড়ির নিচে কয়েকটি কার্টুনে রাখা নকল এ্যাজমা ঠান্ডার ঔষধ মন্টেয়ার-১০ ট্যাবলেট ৫৯১ টি, গ্যাসের ঔষধ সেকলো ও প্যান্টোনিক্স ক্যাপসুল ৪৩৩ টি এবং বেশ কিছু মোনাস-১০ ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে নকল ঔষধ বিক্রি ও মজুদ রাখার দায়ে বাড়ির মালিক গোলাম নবী’কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক রেহান হাসান, বিসিডিএস জেলা শাখার সভাপতি রফিকুল করিম, সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিবুর রহমান সহ পুলিশ সদস্যরা।
করোনায় মহেশপুরে কলেজ ছাত্রীসহ দুই জনের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে এবার মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলেজছাত্রী রাখি রানী বসুর (১৮) মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে আবদুর রহমান (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাখি রানী বসু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাখি রানী বসু মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের ছাত্রী ও মহেশপুর বাজার পাড়ার নিখিল কুমার বসু ও জলিলপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিখিক্ষা মুক্তি রানী বসুর মেয়ে ও শুক্রবার সকাল ১০টার দিকে মহেশপুরের বজরাপুর গ্রামের আবদুর রহমান নিজ বাড়ীতে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান, এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন কলেজ ছাত্রীর মৃত্যু ঘটনা ঘটলো। আর করোনার উপর্সগ নিয়ে বজরাপুর গ্রামের আবদুর রহমান বাড়ীতেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে টানা ৯ম দিনের মতো চলছে কঠোরভাবে অলডাউন। সকাল থেকেই একেবারেই জনশুন্য মহেশপুর শহর। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোষ্ট। আর বিজিবি’র বেধড়ক পিটুনিয়ে কাচাঁবাজার,মাছ বাজার আর চাউলের দোকান একেবারেই ফাঁকা হয়ে গেছে।
সরকারী প্রাইমারি স্কুলের তালা ভেঙ্গে চুরি
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত জিকে সরকারী প্রাইমারি স্কুলে বৃহস্পতিবার রাতে আবারো চুরি হয়েছে। এই নিয়ে স্কুলটিতে দুইবার চুরি হলো। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমিন সুলতানা ইতি জানান, চোরেরা স্কুলের দরজার তালা ভেঙ্গে দুইটি থার্মাল স্কেনার, একটি ল্যাপটপ, সাউন্ডবক্স, স্পিকার, মাইক্রোফোন, চার্জার লাইট, মাল্টিপ্লাগসহ শিশু শিক্ষার্থীদের খেলনা সামগ্রী ও নানা জিনিসপত্র নিয়ে গেছে। চোরেরা তালা ভাঙ্গতে না পারলেও হ্যাজবোল্ডের উপর অংশটি ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। স্কুলটিতে নাইটগার্ড না থাকায় বারবার চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসি জানান। তথ্য নিয়ে জানা গেছে, এর আগে স্কুল চত্বরের একটি মুল্যবান গাছ চোরেরা কেটে নিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলার পক্রিয়া চলছে। স্কুল কমিটি দ্রুত স্কুলটিতে একটি নাইটগার্ড নিয়োগের দাবী জানিয়েছেন।