শনিবার ● ১০ জুলাই ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » নবীগঞ্জে অক্সিজেন সিলিন্ডার প্রদান
নবীগঞ্জে অক্সিজেন সিলিন্ডার প্রদান
উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ গাজী ব্যক্তিগত অর্থায়নে নবীগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
১০ জুলাই শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিই) সৈয়দ আবু ফয়েজ তোহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ। বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,
নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল।
অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেননবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজা আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা পিকলু চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, মেডিকেল অফিসার ডাঃ ইমরান আহমেদ চৌধুরী, ডাঃ আসিফ আবেদীন, ডাঃ হানিফ মোতাহার,, ডাঃ নির্মল কান্তি ঘোষ, ডাঃ নাঈম আশরাফ, ডাঃ আফজাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফয়সল আহমেদ,নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলমগীর চৌধুরী সালমান,সাংবাদিক ছনি চৌধুরীসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে দুটি অক্সিজেন সিলিন্ডার তোলে দেন এবং আগামী ১১ জুলাই হাসপতালের জন্য আরেকটি এম্বুলেন্স প্রদানের ঘােষনা দেন এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
নবীগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৬ টি মামলায় ৬ হাজার অর্থদন্ড
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ১০ জুলাই শনিবার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদন করেন।
জানা যায়, ১০ জুলাই শনিবার সকাল থেকে সারাদিন ব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার পৌর শহের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রসাশন দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুয়ায়ী ৬টি মামলায় ৬ হাজারটাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।