সোমবার ● ১২ জুলাই ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ফেভারিট আর্জেন্টিনার কোপা আমেরিকা কাপ ফাইনালে বিজয়ে সমর্থকদের উল্লাস
ফেভারিট আর্জেন্টিনার কোপা আমেরিকা কাপ ফাইনালে বিজয়ে সমর্থকদের উল্লাস
উত্তম কুমার পাল হিমেল , নবীগঞ্জ প্রতিনিধি :: কোপা আমেরিকা কাপ এর ফাইনালে উত্তেজনাপূর্ন ম্যাচে এ সময়ের সবচেয়ে বেশী জনপ্রিয় ও হট ফেভারিট দল আর্জেন্টিনা ১১ জুলাই রবিবার ভোরে ফাইনাল পর্বে তুমুল উত্তেজনা পূর্ন খেলায় চির প্রতিদ্বন্ধী ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে কাপ জয়লাভ করায় নবীগঞ্জে নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা সমর্থক ফোরামের সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে। এ ধরনের বিজয়ের আনন্দকে উপভোগ্য করে তোলেন সকল আর্জেন্টিনার সমর্থক । শহরের আশপাশ এলাকায়ও আমরা আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে। এ আনন্দকে উপভোগ্য করে তোলতে নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা সমর্থক ফোরামের সকল নেতৃবৃন্দ আনন্দ উল্লাস ব্যক্ত করেন। হট ফেভারিট দলের এমন ফাইনাল বিজয়ে আনন্দের অনুভূতি ব্যক্ত করেন আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির সভাপতি সাইফুল জাহান চৌধুরী,সহ-সভাপতি ফখরুল আহসান চৌধুরী সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,যুগ্ম সম্পাদক মোঃ আশফাকউজ্জামান চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক শিক্ষক মোঃ রুবেল মিয়া, রাকিল হোসেন,সরওয়ার শিকদার, শাহ সুলতান আহমদ, সেলিম তালুকদার,হাবিবুর রহমান চৌধুরী শামীম, মোজাহিদ আলম চৌধুরী, মতিউর রহমান মুন্না, রাজীব রায়, এম মুজিবুর রহমান, মোঃ কাজল মিয়া, এলেমান আহমদ চৌধুরী,পিন্টু রায়, সরাজ মিয়া, মৃম্ময় কান্তি দাশ বিজন, পবিত্র বনিক,এডভোকেট রাজীব কুমার দে তাপস, মোঃ আকিকুর রহমান সেলিম,তনয় কান্তি ঘোষ অঞ্জন, সলিল বরন দাশ, তৌহিদ চৌধুরী,জ্যোতিষ সরকার, অঞ্জন রায়,আলী জাবেদ মান্না, সাকিব আহমদ,ইকবাল তালুকদার,স্বপন রবি দাশ, সান্টু দাশ, বিপ্লব চন্দ্র দাশ বিপুল চক্রবর্ত্তী, ,রিপ্টু তালকদার রিপ্টু,সঞ্জয় দাশ,সুজিত পাল, রতন লাল রায় ,সুরঞ্জন রায়,রামকৃষ্ণ সরকার,হেমেন্দ্র সরকার,শান্ত দাস, দুর্লভ দাশ,জাহিদুল ইসলাম, জহিরুল হক মিজান প্রমূখ। ফাইনাল খেলায় চুড়ান্ত বিজয় অর্জন করার আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক ১০১ সদস্য বিশিষ্ট কমিটির পক্ষ থেকে সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের সৌজন্যে সমর্থক ও শুভাকাংখীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়। কোপা আমেরিকা কাপ ২০২১ বিজয়ে সমর্থক কমিটির নেতৃবৃন্দের সাথে সহমত পোষন করে আনন্দ অনুভুতি প্রকাশ করেন,নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ,নবীগঞ্জ উপজো পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন,সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ,থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ।
সমর্থকরা বলেন, মেসির জাদুকরী নৈপুন্যে তৈরী করা বল নিয়ে ডি মারিয়াসহ খেলোড়াররা ছন্দময় খেলা দেখিয়ে দলের সেরা পারফরম্যান্সে আর্জেন্টিনা দল ১-০ গোলে চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলকে পরাজিত করে অভাবনীয় জয়লাভ করে। উত্তেজনাপূর্ণ খেলায় বিশ্বের কোপা আমেরিকা কাপ খেলার জনপ্রিয় এ আসরে বর্তমান সেরা তারাকা লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ফাইনালে জয় করে চ্যাম্পিয়ান হয়ে কোপা আমেরিকা কাপ জয়লাভ করায় বাংলাদেশের মত বিশ্বের অন্যান্য দেশেও কোটি কোট সমর্থকদের আত্মবিশ্বাস জন্মেছে যা আগামী ২০২২ সালের বিশ্বকাপে কাজে লাগাবে এটাই সমর্থকদের বিশ্বাস।
নবীগঞ্জে লকডাউনের সরকারি বিধিনিষেধ অমান্য করায় জরিমানা
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে টি মামলায় ৮ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ ১২ জুলাই রবিবার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন। জানা যায়, শনিবার সকাল থেকে সারাদিন ব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার পৌর শহের ও উপজেলার ইনাতগঞ্জ বাজার , বান্দের বাজার, সাইনবোর্ড বাজার ও আউশকান্দি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রসাশন দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুয়ায়ী ৭টি মামলায় ৮ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।