সোমবার ● ১২ জুলাই ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
আত্রাইয়ে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধান মন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণ করা
হয়েছে।
আজ সোমবার সকালে পাঁচুপুর, আহসানগঞ্জ ও ভোঁপাড়া ইউনিয়নে শারীরিক দুরুত্ব বজায় রেখে ইউনিয়ন প্রতি ৫’শ পরিবারের মধ্যে চাল, ডাল, লবণ, তেল ও সাবান বস্তায় করে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, ট্যাগ অফিসার, মেম্বার ও স্কাউটস সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, করোনা মহামারিতে আক্রান্তের হার কমিয়ে আনতে সরকার ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেন। এতে শ্রমজীবি, ছিন্নমুল, ভ্যান চালক, হোটেল-রেস্তোরা, চা স্টল, গার্মেন্স ও শপিং মলের শ্রমিকেরা কর্মহীন হয়ে পরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে যে সকল মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে প্রধান মন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের দেয়া তালিকা যাচায়-বাছাই করে ত্রান কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
সুতরাং ঘরে নিরাপদে থাকুন, মাস্ক পরুন, বিনা প্রয়োজনে বাড়ীর বাহিরে বের হবেন না।