রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন
কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) ‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারাদেশের মতো গাজীপুরের কালীগঞ্জেও অনুষ্ঠিত হলো মানববন্ধন কর্মসূচি ৷
৬ মার্চ রবিবার বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফর ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার আয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠন এতে অংশগ্রহণে করেন ৷
উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিক উদ্দিন আহাম্মদ, লেডিস ক্লাবের সভাপতি ও শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সোহেলী সুলতানা লিপি, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌলশী সৈয়দ তদবিরুর রহমান, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার কো-অর্ডিনেটর জেসমিন বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জুয়েনা আহমেদ, পৌর কাউন্সিলর আমিরুন্নেসাসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ৷
এ সময় নারী এবং পুরুষের হাতে বিভিন ব্যানার-ফেস্টুন-পোস্টার ছিল ৷