বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কোরবানির পশুর হাটে বেচাকেনা শুরু
রাউজানে কোরবানির পশুর হাটে বেচাকেনা শুরু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের রাউজানে কোরবানির পশুর হাটে গরু ছাগল কেনা-কাটা শুরু হয়েছে। কোরবানির পশুর হাটে প্রচুর পরিমাণ গরু ছাগল নিয়ে খামারিরা হাটে আসলেও বাজারে গরুর দাম ক্রেতাদের চাহিদার চেয়েবেশি হওয়াতে গরু বিক্রি হচ্ছে অনেকটাই কম। এদিকে রাউজান উপজেলার চারাবটতল বাজারে ১৪ জুলাই বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ক্রেতারা কোরবানীর পশুর হাটে প্রচুর পরিমাণ গরু বিক্রয় করার জন্য নিয়ে আসে। কিন্তু বাজারে গরু ছাগলের তুলনায় বিক্রি হয়েছে অনেক কম। গরু বিক্রেতারা আশায় আছেন আগামী কয়েক দিন যে সময় রয়েছে তাঁর মধ্যে বাজারে তাঁদের গরু চাদিতা অনুযারী বিক্র করতে পারবেন। তবে করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে রাউজানে কয়েকটি স্থানে কোরবানি পশুর হাট বসানো হয়েছে। পশুর হাটে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা যায়।