বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লকডাউন পরবর্তী পরিস্থিতি দেখতে কাউখালিতে রাঙামাটি জেলা প্রশাসক
লকডাউন পরবর্তী পরিস্থিতি দেখতে কাউখালিতে রাঙামাটি জেলা প্রশাসক
কাউখালী প্রতিনিধি :: কাউখালি উপজেলার কঠোর লকডাউন পরবর্তী পরিস্থিতি পরিদর্শন করতে রাঙামাটির জেলা প্রশাসক আজ সকালে কাউখালীতে আসেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান কাউখালী উপজেলার হাটবাজার (গরুর হাট) পোয়া পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী বাজার পরিদর্শন শেষে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে ব মতবিনিময় সভা করেন।
এ সময় জেলা পুলিশ সুপার মো. মোছাদদেক হোসেন, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা,কাউখালীর উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানা, রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যা পিপিএম, বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা ও ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধনকুমার চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।