বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে করোনায় আক্রান্ত মৃত ব্যাক্তির সৎকার
রাঙ্গুনিয়াতে করোনায় আক্রান্ত মৃত ব্যাক্তির সৎকার
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চন্দ্রঘোনার দুর্গম পথ মিশন এলাকায় রাস্তা সরু হওয়ায় কোন যানবাহন ও এ্যাম্বুলেন্স না যাওয়ায় প্রায় দীর্ঘ ১ কিলোমিটার ভ্যানগাড়ি চালিয়ে গতকাল বুধবার (১৪ জুলাই) সময়ের সাহসী ২৫ জন সদস্য নিয়ে গড়ে তোলা নতুন যোদ্ধা টিম “করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার ইউনিট রাঙ্গুনিয়া শাখার” প্রথম সৎকার ৮ জন সদস্যকে নিয়ে মিলন কান্তি দে এর লাশ সৎকারের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছে।
জানা যায়,করোনায় মৃত ব্যক্তির বাড়ি রাঙ্গুনিয়ার ১নং চন্দ্রঘোনার দুর্গম মিশন এলাকার মিলন কান্তি দে বুধবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
পরবর্তীতে তার লাশ সৎকার করার জন্য পরিবারের পক্ষ থেকে মৃতদেহ সৎকারের জন্য করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার ইউনিটকে বিকেল ৪টার দিকে জানালে এই নতুন টিমের ৮জন সদস্য গিয়ে তার লাশ সৎকার করেন।
করোনা টিমের আহবায়ক জয় দাশ বলেন, বুধবার বিকাল ৪টায় সময় করোনায় আক্রান্ত মৃতদেহের লাশ সৎকার করার এমন খবর আসে আমাদের কাছে। তার নাম মিলন কান্তি দে। ওই মৃত ব্যক্তির বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার ১নং চন্দ্রঘোনা মিশন এলাকায়। তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তার পরিবার মৃতদেহ সৎকারের জন্য করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার ইউনিট রাঙ্গুনিয়া শাখাকে জানান। তারই পরিপ্রেক্ষিতে আমিসহ করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার ইউনিটের ৮ জন সদস্য গিয়ে ওই মৃত ব্যক্তির লাশ সৎকার করি। তিনি আরো বলেন, মৃত ব্যাক্তির বাসস্থান মিশনের একদম শেষ প্রান্তে হওয়াই এবং রাস্তা খুব সরু হওয়াই কোনো ধরনের এ্যাম্বুলেন্স বা যান চালিত কোনো গাড়ি প্রবেশের ব্যবস্থা ছিল না। তাই করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার ইউনিটের সদস্যরা মৃতদেহকে ভ্যানের উপর নিয়ে, ভ্যান চালিয়ে মিশন ঘাটে আনেন এবং পরবর্তীতে বোটযোগে মৃতদেহকে রাইখালী শ্মশানে নিয়ে দাহ সৎকার করি আমরা।
এ সৎকার কার্যক্রমে অংশগ্রহণ করেন জয় দাশ, অভি দাশ, মুন্না চৌধুরী, জনি দে, ধীমান কান্তি দাশ, বিপ্লব চক্রবর্তী ও সুবেল দে সহ ৮ জন ।