শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ে ক্যাম্পেইন
রাঙামাটিতে জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ে ক্যাম্পেইন
সংবাদ বিজ্ঞপ্তি :: “জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন” উপলক্ষ্যে মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যালোচনা ও অংশগ্রহণমূলক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে রাঙামাটি জেলার ফোকাস গ্রুপ ডিসকাশনের (FGD) এর তৃতীয় পর্ব গতকাল ১৬ জুলাই শুক্রবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর রাঙামাটি জেলা কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় এফপিএবি রাঙামাটি জেলা শাখার সভাপতি মুজিবুর রহমানের পাশাপাশি যুব বাংলার চ্যাম্পিয়ন যোয়াং রাখাইন উপস্থিত ছিলেন।
‘জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন” এর মাঠ পর্যায়ের কার্যাবলীতে ১০ টি তরুন সংগঠন কাজ করছে তারা সবাই এখন নিজ নিজ এলাকার সহিংসতা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে। রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন “জীবন” এই ক্যাম্পেইনের বাস্তবায়নকারী। ২৫ জন অংশগ্রহণকারীদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনিক কর্মকর্তা, পিয়ার এডুকেটর, যুব কাউন্সিলর ও তারার মেলার সদস্যদের নিয়ে Focused Group Discussion অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনের সাথে পার্টনার হিসেবে সিআরআই, ইয়ং বাংলা, ইউএনডিপি, জাতীয় মানবাধিকার কমিশন যুক্ত রয়েছে। ইতোপূর্বে রাঙামাটির কাউখালী উপজেলায় ২টি এফজিডি বাস্তবায়ন করেছে “জীবন”। সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) জানান, করোনা পরিস্থিতির জন্য আমাদের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটলেও আমরা এই পর্যবেক্ষণগুলো খুব গুরুত্ব সহকারে নিচ্ছি যাতে প্রকৃত মাঠ পর্যায়ের অবস্থা যাচাই করতে পারি।