সোমবার ● ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালিতে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুরহাট
কাউখালিতে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুরহাট
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালিতে শেষ মুহূর্তে আজ সোমবার জমে উঠেছে পশুরহাট সাধারণ বাজার।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাউখালীর বিভিন্ন এলাকায় এই বাজার জমে উঠেছে। উপজেলার সদর এলাকায় পাবলিকহেলত এর সামনে খালী জায়গায় বসেছে বিশাল গরুর হাট এবং কাউখালী উপজেলা পোয়াপাড়া হাইস্কুল মাঠে বসেছে সাধারণ বাজার। শেষ মুহূর্তের বাজার বলে লোকজন সামাজিক দূরুত্য বজায় না রেখে গরু কেনা বেচায় ব্যস্ত।
অপরদিকে কাউখালী হাটের দিন হওয়ার কারনে লোকজন তেমন সামাজিক দূরতব তেমন একটা মানেননি।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় উপজেলার কাউখালী সদর, বেতবুনিয়া, ঘাগড়া, নাইল্যাছড়ি বাজার গরুর হাটগুলি মোটামুটি জম উঠেছে। কয়েকজন ক্রেতা প্রতিনিধিকে বলেন বতমানে গরুর দাম তুলনামূলক ভাবে একটু বেশি তারপরেও অনেক ভালো বলে জানান তারা।
দেখা যায় লোকজন গরু ও ছাগল কিনে বিভিন্ন যানবাহনে করে গন্তবে নিয়ে যায়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আল্লাহর নামে কোরবানি দিতে এবং আল্লাহর রহমত লাভের জন্য।