সোমবার ● ৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সিএসই’র তিন কৃতিছাত্রীকে সংবর্ধনা
চুয়েটের সিএসই’র তিন কৃতিছাত্রীকে সংবর্ধনা
রাউজান প্রতিনিধি :: (৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ৯.০০মিঃ) প্রোগ্রামিং প্রতিযোগিতায় সাফল্য লাভকারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তিন শিক্ষার্থী সুমাইয়া আক্তার বৃষ্টি, মিফতাহুল জান্নাত মোকাররমা ও জান্নাতুল ফেরদৌস জেনিকে রবিবার ৬ মার্চ সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
উক্ত তিন ছাত্রীর গড়া ‘চুয়েট স্পার্কলস্’ মেয়েদের প্রথম জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতার আসরে রানার্সআপ পুরস্কার অর্জন করে। চুয়েটে সকালে তাদেরকে সংবর্ধনা স্মারক তুলে দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল আলম উপস্থিত ছিলেন ।
এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, দেশে-বিদেশে চুয়েটের শিক্ষার্থী অব্যাহত সাফল্য আমাদের চলমান অগ্রযাত্রায় অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আরো বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে উচ্চ শিক্ষা এবং গবেষণার একমাত্র এই বিশ্ববিদ্যালয়কে সেন্টার অর্ফ এক্রসিলসি হিসেবে গড়ার নানামুখী নিরন্তর প্রয়াস চালানো হচ্ছে । বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠন এবং উন্নত দেশের কাতারে পৌছাঁর অভিযাত্রায় শামিল হয়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মিনি সিলিকন উপত্যক হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আইটি সেক্টরে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম চুয়েট অাইটি ব্যবসায় কৃত্রিম যন্রি বিশেষ, একটি অাইটি পার্ক এবং একটি অাইটি ভেলেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। উক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গবেষক, শিক্ষক, শিক্ষার্থীরা বিশ্বের খ্যাতনামা কোম্পানিগুলোর উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে এবং আমাদের প্রিয় দেশকে মধ্যম আয় থেকে উন্নত দেশের কাতারে পৌঁছানোর নিমিত্তে চলমান গতিশীল প্রচেষ্টায় চুয়েট অাইটি ব্যবসায় কৃত্রিম বিশেষ যন্র , একটি অাইটি পার্ক এবং একটি অাইটি ভেলেজ স্থাপন সহায়ক ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি ।
প্রসঙ্গত: ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রোগ্রামিংয়ের এই জাতীয় আসরে অংশ নিয়েছিল সারাদেশের বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল। সবগুলো রাউন্ড টপকে ফাইনালে উঠে যায় বৃষ্টি, জান্নাত ও জেনির দল। তবে শেষ মুহূর্তে প্রোগ্রামে একটি স্পেস (খালিঘর) বাদ পড়ায় তা শুধরাতে কিছুটা দেরি হয়ে যায় । এতে টাইম পেনাল্টিতে পয়েন্ট টেবিলে পিছিয়ে গেলেও রানার্সআপের মুকুট ঠিকই জিতে নেয় চুয়েট স্পার্কলস্ দল ।