বুধবার ● ২১ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে শাহরিয়ার হোসাইন বাপ্পি (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রোকন্দিপুর গ্রামের মুনসি মিয়াজী বাড়ির মোহাম্মদ মুসা মিয়ার পুত্র।
আজ বুধবার ২১ জুলাই সকালে ঈদুল-আযহা’র নামজের পর ঘরে ফ্যান লাগানোর সময় বিদ্যুৎ স্পর্শ হয়। পরে শাহরিয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ বুধবার আসরের নামাজের পর নিহতের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। কলেজ ছাত্র শাহরিয়ার বাপ্পির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।