শুক্রবার ● ২৩ জুলাই ২০২১
প্রথম পাতা » ঢাকা » সকাল থেকে হেঁটেই ঢাকায় ঢুকছে মানুষ
সকাল থেকে হেঁটেই ঢাকায় ঢুকছে মানুষ
অনলাইন ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত লকডাউন ৮ দিনের জন্য শিথিল করেছিল সরকার। তবে আজ শুক্রবার ২৩ জুলাই সকাল ৬টা থেকে আবার ১৪ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থান থেকে দূরপাল্লার বাসে আসা যাত্রীদের ঢাকার অদূরে আমিনবাজারে নামিয়ে দেওয়া হচ্ছে। এর পর তারা হেঁটে অথবা রিকশা-ভ্যানে করে ঢাকায় ঢুকছেন।
লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে মাঠে কাজ করছে পুলিশ, র্যা ব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। দূরপাল্লার বাস যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ঢাকার প্রবেশ পথ আমিনবাজার ব্রিজে চেকপোস্ট বসিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। এ কারণে দেশের বিভিন্ন স্থান থেকে দূরপাল্লার বাসের যাত্রীদের আমিনবাজারে নামিয়ে দেওয়া হচ্ছে।
পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, দূরপাল্লার কোনো পরিবহনকে রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। অবশ্য গতকাল রাতে যারা ব্যক্তিগত গাড়িতে রওনা দিয়েছেন, সেতুর টোল বক্সের টোকেন দেখে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
এ অবস্থায় মানুষ ঢাকায় ঢুকছেন পায়ে হেঁটে এবং রিকশা কিংবা ভ্যানে। আজ শুক্রবার রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মাজার রোড, টেকনিক্যাল মোড় এলাকায় এসব যাত্রীদের পায়ে হেঁটে তাদের বাসায় ফেরার দৃশ্য দেখা যায়। তাদের কারো হাতে রয়েছে ব্যাগ, কারো কোলে রয়েছে শিশু বাচ্চা। ফলে দুর্ভোগ সয়েই তাদের ফিরতে হচ্ছে।
আমিনবাজারে চেকপোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট তৌহিদ বলেন, বিধিনিষেধ শুরুর আগে যারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন এবং যানজটের কারণে ঢাকায় ঢুকতে পারেননি, কেবল তাদেরই ছেড়ে দেওয়া হচ্ছে। তবে সেটা পায়ে হেঁটে, কোনো গাড়িতে নয়। পাশাপাশি মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করা হচ্ছে।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষে বিধিনিষেধ শিথিলের মেয়াদ আজ শুক্রবার সকাল থেকে শেষে হয়ে নতুন করে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। যা আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত চলবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আগেই জানিয়েছেন যে, এবারের বিধিনিষেধ গতবারের চেয়ে কঠোর হবে।