সোমবার ● ৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে মাদকের চাহিদা জিরো করে দেওয়া হবে : জেলা প্রশাসক
ঈশ্বরদীতে মাদকের চাহিদা জিরো করে দেওয়া হবে : জেলা প্রশাসক
ঈশ্বরদী প্রতিনিধি :: (৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৫.৪০মিঃ) সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাবনায় সদ্য যোগদানকারী জেলা প্রশাসক রেখা রাণী বালোর ঈশ্বরদীতে আগমন উপলক্ষে মত বিনিময় সভার আয়োজন করা হয় ৷ উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে ৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু,পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া ও আসাদজ্জামান রিপন ৷ উপজেলা নির্বাহি অফিসার শাকিল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন,আনিসুন্নবী বিশ্বাস,সাংবাদিক আলাউদ্দিন আহমেদ,তৌহিদ আক্তার পান্না,মাহবুবুল হক,স্বপন কুন্ডু,প্রকৌশলী রোমেল হায়দার,শিক্ষা অফিসার কানিজ ফাতেমা ও সেলিম আক্তার,ওসি তদন্ত রমজান আলী এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা খাতুন ৷
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশ স্বাধীন না হলে নারী হিসাবে জেলা প্রশাসকের চেয়ারে বসার কথা চিনত্মাই করা যেতনা ৷ সরকারী কর্মকর্তা-কর্মচারি এবং সকল শ্রেনির মানুষ যার যার অবস্থানে থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করলেই সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব ৷ রুপপুর পারমানবিক বিদ্যুত্ কেন্দ্রের মত জায়গায় বিদ্যুত্ উত্পাদন হবে, সেখানে ঈশ্বরদীর উন্নয়ন কোনভাবেই আটকে থাকতে পারেনা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন , ঈশ্বরদীতে মাদকের চাহিদা জিরো করে দেওয়া হবে ৷