শুক্রবার ● ২৩ জুলাই ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক যানবাহন শূন্য
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক যানবাহন শূন্য
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ অমান্য কারিদের করা হয়েছে জরিমানা। আজ ২৩ জুলাই সকাল থেকে শুরু হয় লকডাউন বাস্তবায়নে কার্যক্রম। সকাল থেকে রাউজানের চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক, কাপ্তাই মহাসড়ক ছিল যানবাহন শূন্য। তবে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক গুলোকে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা যাই। তবে বড় কোন যানবাহন চলাচল করেনি। এদিকে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই রাউজান উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, র্যাব,পুলিশ ও আনসার সদস্যরা। জানা যায়, শুক্রবার সকাল১০ টা থেকেই বিকাল ৫ টা পর্যন্ত রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ সঙ্গীয় র্যাব, পুলিশ, আনসার সদস্যদের নিয়ে সরকারের দেওয়া বিধিনিষেধ মানাতে উপজেলা সদর ফকির হাট, মুন্সিরঘাটা, জলিলনগর এলাকায় অভিযান পরিচালনা করেছেন। এসয়ম তিনি বিধিনিষেধ অমান্য করায় ১২ হাজার ১শত টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অতীশ দর্শী চাকমা কঠোর লকডাউন বাস্তবায়নে দক্ষিণ রাউজান বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় তিনি সরকারের বিধিনিষেধ অমান্য করায় ৯টি মামলায় ৩হাজার ২শত টাকা জরিমানা আদায় করেন। তবে কাঁচাবাজার, মুদির দোকানসহ নিত্যপণ্যের দোকান বিকাল ৩ টার পর বন্ধ হয়ে গেলেও খোলা রাখা হয়েছে ওষুধের দোকান।