শনিবার ● ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » রাউজানে চলছে ২য় দিন কঠোর লকডাউন
রাউজানে চলছে ২য় দিন কঠোর লকডাউন
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: দেশে করোনার পরিস্থিতি অবনতি হওয়ায় ফলে চলছে লকডাউন। এদিকে সরকারের ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাউজানে অভিযান পরিচালনা করেছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। আজ ২৪ জুলাই শনিবার বৃষ্টি উপেক্ষা করে এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা সদরের ডাক বাংলো মোড়, ফকির হাট বাজার, মুন্সির ঘাটা, জলিল নগর বাস ষ্টেশন এলাকায়। এসময় র্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় অভিযানে ৯টি মামলায় ৪ হাজার ৫’শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
অপরদিকে উপজেলার সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা ও পুলিশের বিশেষ সহায়তায় দক্ষিন রাউজানের নোয়াপাড়া, পাহাড়তলী, কাগতিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, কঠোর বিধিনিষেধ চলাকালে সড়কে জরুরি সেবা ও রোগী, খাদ্য, ঔষধ পরিবহন ব্যতিত কোন যানবাহন চলাচল করতে পারবেনা। লকডাউন চলাকালে মুদি, কাঁচা বাজার, ঔষুধের দোকান সার্বক্ষনিক খেলা থাকবে। যারা এই বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাউজানে ব্যবসায়ীর আত্মহত্যা
রাউজান :: চট্টগ্রামের রাউজানে অঞ্জন বিশ্বাস (৩৫) নামে এক ঋণগ্রস্ত ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। আজ ২৪ জুলাই শনিবার দুপুরে দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ২নং নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিকাল ৫টার দিকে রাউজান থানার পুলিশ ব্যবসায়ী অঞ্জন বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত অঞ্জন বিশ্বাস দক্ষিণ সর্তা গ্রামর নবচন্দ্র সওদাগর বাড়ির নিতাই বিশাসের পুত্র। জানা গেছে, দোকানের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে সেই আত্মহত্যা করেন।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।