রবিবার ● ২৫ জুলাই ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » লামায় কঠোর লকডাউনের ৩য় দিন
লামায় কঠোর লকডাউনের ৩য় দিন
লামা (বান্দরবান) প্রতিনিধি :: আজ ২৫ জুলাই রবিবার সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন লামায় ৩য় দিনের মত পালিত হয়েছে।
লামায় কঠোর লকডাউন বিধিনিষেধ মানাতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী ব্যরিকেট দিয়ে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন পালনে নিয়োজিত রয়েছে।
উপজেলার স্থানে পুলিশের পক্ষে থেকে সচেতসতা মুলক প্রচারনা করা হচ্ছে।
এলাকার জনসাধারন তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাজার হতে ক্রয় করতে পায়ে হেঁটে বাজারে যাচ্ছেন। যারা ঘর থেকে বের হচ্ছেন রাস্তায় কোন ধরনের যানবাহন না থাকায় দূর্ভোগ পোঁহাতে হচ্ছে। মিলছে না কোন যানবাহন। অন্যদিনের চেয়ে ১৪ দিনের কঠোর লকডাউনের ৩য় দিনে লামায় রাস্তাঘাট ফাকা।
লামা উপজেলায় সরকারী গুরুত্বপূর্ণ অফিস ব্যতিত সকল সরকারি-বে-সরকারি অফিস এবং মার্কেট ও দোকান পাট বন্ধ ছিল।