সোমবার ● ২৬ জুলাই ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » আলীকদমে বিধিনিষেধ অমান্য করায় ১৪ জনকে জরিমানা
আলীকদমে বিধিনিষেধ অমান্য করায় ১৪ জনকে জরিমানা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আজ সোমবার ২৬ জুলাই সরকার ঘোষিত কঠোর লকডাউন বিধিনিষেধ অমান্য করা অপরাধে আলীকদম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ জনকে জরিমানা করা হয়।
মামলা বিবরনীতে জানা যায় যে, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মূলে টহলরত মোবাইল কোর্টের আওতায় মাস্ক না পরে অযথা রাস্তা ঘাটে ঘুরাফেরা করার অপরাধে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলার বিভিন্ন স্থানে আজ সোমবার ১৪ জনকে মামলা রুজু করে ২ হাজার ৭ সাতশত টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন পালনে আলীকদম প্রশাসন এবং পুলিশ বিভাগ পক্ষ হতে টহল দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালানা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান। উপজেলা প্রশাসন হতে সরকার ঘোষিত লকডাউন মেনে চলা এবং স্বাস্থ্য বিধি মানার জন্য জনসাধারণের প্রতি আহবান করা হয়েছে।