বুধবার ● ২৮ জুলাই ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ঝালকাঠিতে কর্মহীনদের মাঝে রান্না করা খাবার বিতরণ
ঝালকাঠিতে কর্মহীনদের মাঝে রান্না করা খাবার বিতরণ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমুর পক্ষথেকে লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষে মাঝে রান্না করা খাবার পৌঁছে দিলেন শহর যুবলীগের যুগ্ন আহবায়ক মো.ছবির হোসেন। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন ও অসহায় লোকজনের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। অসহায় গরিব দুঃখী মানুষের বন্ধু মানবতার আর এক নাম শহর যুবলীগের যুগ্ন আহবায়ক মো.ছবির হোসেন। গতকাল সোমবার (২৭ জুলাই) দুপুরে শহরের ফায়ার সার্ভিস মোড়ে আলহাজ্ব আমির হোসেন আমু‘র পক্ষ থেকে ২শতাধিক কর্মহীন মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেন।
তার এই কর্মসূচীর আওতায় লকডাউনে প্রতিদিন ২থেকে ৩শ জন মানুষকে একবেলা রান্না করা খাবার সরবরাহ করা হবে। এ ব্যাপারে মানবতার অগ্রদূত গরিব অসহায় মানুষের বন্ধু যে,বিগত দিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজ অর্থায়নে ব্যবসার জন্য দোকান ও দোকানে বিক্রির মালামাল ক্রয় করে দিয়েছিল ও এক বুদ্ধি প্রতিবন্ধীকে ভ্রাম্যমাণ দোকান তৈরি করে দিয়েছিল সেই শহর যুবলীগের যুগ্ন আহবায়ক,বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক মো.ছবির হোসেন বলেন, আপনারা জানেন করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাই এই ভাইরাসের আক্রমণ থেকে আমরা মুক্ত নয়। মানুষের জীবন রক্ষার্থে সরকার লকডাউন দিয়েছে। এই লকডাউনে যেন কর্মহীন, অসহায়, দুস্থ মানুষ খাদ্য কষ্টে না ভোগে সে জন্য আমার অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের পক্ষ থেকে রান্না করা রেডি খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামী ৫ আগস্ট পর্যন্ত লকডাউন চলমান থাকবে। প্রতিদিন লকডাউন থাকা অবস্থায় ২ থেকে ৩শতাধিক মানুষের মাঝে এই খাবার বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি ।