সোমবার ● ৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ইউপি নির্বাচনে ফায়দা হাসিলের চেষ্টা : জনমনে ক্ষোভ
ইউপি নির্বাচনে ফায়দা হাসিলের চেষ্টা : জনমনে ক্ষোভ
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.০০মিঃ) সিলেটের বিশ্বনাথে সরকারী অর্থায়নে রাস্তা পাকাকরণ নিয়ে মিথ্যাচার করছেন এক যুক্তরাজ্য প্রবাসী ৷ তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ৷ আর নির্বাচনে ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য তিনি নিজের অর্থায়নে রাস্তাটি পাকাকরণ করছেন বলে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন ৷ তার এমন বক্তব্য অনলাই পত্রিকায় প্রচার করা হলে দেশ-বিদেশে শুরু হয় তোলপাড় ৷ এনিয়ে এলাকার জনমনে বিরাজ করছে ক্ষোভ ৷
জানা গেছে, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৩৫লাখ টাকা ব্যায়ে উপজেলার অলংকারি ইউনিয়নের বেদসান্দী-শাগির শাহ মাজার রোড প্রায় ৬ শত ৫০ মিটার রাস্তা পাকাকরণ কাজ কাজ শুরু হয়েছে ৷ কিন্তু এই পাকারণ কাজটি এলাকার জনস্বার্থে ব্যক্তিগত অর্থায়নে করছেন বলে দাবি করেন যুক্তরাজ্য প্রবাসী ও আসন্ন অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী রফিক মিয়া ৷ রফিক মিয়া স্থানীয় সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিলে ৭মার্চ সোমবার ‘বিশ্বনাথে ৩৫ লাখ টাকা ব্যায়ে প্রবাসী রফিক মিয়ার রাস্তা নির্মাণ’ শিরোনামে বিশ্বনাথের স্থানীয় একটি অনলাইন পত্রিকায় সচিত্র সংবাদ প্রচার করা হয় ৷ এনিয়ে দেশ-বিদেশে শুরু হয় তোলপাড় ৷
রফিক মিয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই রাস্তা নির্মানের জন্য এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আহবান জানিয়ে আসছিলেন ৷ কিন্তু অনেক জনপ্রতিনিধি আশ্বাস দিলেও রাস্তা নির্মাণ করা হয়নি ৷ ফলে এলাকাবাসীর আহবানে রাস্তাটি নিজ উদ্যোগে করে দিচ্ছেন বলে তিনি প্রথমে দাবি করেন ৷ এরপর গতকাল রাতে তার (রফিক) সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্য অস্বীকার করে বলেন রাস্তাটি সরকারী অর্থায়নে পাকাকরণ করা হচ্ছে ৷
এব্যাপারে উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত বলেন, ওই রাস্তাটি সরকারী অর্থায়নেই পাকাকরণ কাজ শুরু হয়েছে ৷