সোমবার ● ৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) পার্বত্য বান্দরবানের আলীকদম উদ্ভোধন হল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ৷ ৭মার্চ সোমবার বিকেল তিনটায় বান্দরবান এর জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে এই টুর্ণামেন্টের উদ্ভোধন করেন ৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাপ্ফর আহামদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্ময়কারী আব্দুল মান্নান প্রমূখ ৷ আলীকদম উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত টুর্ণামেন্টে ১০ টি দল অংশগ্রহন করবে বলে জানিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন৷
প্রথম দিনের খেলায় অংশগ্রহন করে আলীকদম উপজেলা সদর একাদশ ও আলীকদম পানবাজার একাদশ ৷ এই খেলার পথমার্ধের ১৫ মিনিট অতিবাহিত হতে নাহতেই আলীকদম পানবাজার একাদশ উপজেলা সদর একাদশের জালে একটি বল একটি বল প্রবেশ করায় ৷ তার পরই খেলায় উত্তেজনা কিছুটা বৃদ্ধি পেতে থাকলেও বলের উপর তা কোন প্রবাব বিস্তার করতে পারেনি ৷ ফের ১০ মিনিট অতিবাহিত হতে না হতেই আরো একটি বল গড়িয়ে পড়ে উপজেলা সদর একাদশের জালে৷ অর্থাত্ প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আলীকদম পানবাজার একাদশ ৷ খেলার শেষ পর্যন্ত উপজেলা সদর একাদশের আকাশ থেকে সরেনি কালো মেঘ ৷ নক আউট পদ্বতিতে হওয়া প্রথম রাউন্ডের প্রথম খেলায় পরাজয়ের গ্লানি নিয়ে বাড়ি ফিরতে হল উপজেলা সদর একাদশকে ৷