শনিবার ● ৩১ জুলাই ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » যৌথ বিবৃতি : মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
যৌথ বিবৃতি : মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন এর সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান এবং বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল ও সাধারণ সম্পাদক সিকদার হারুন মাহমুদ আজ এক যৌথ বিবৃতিতে করোনা মহামারীকালে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে চাপ ও বাডাবাডিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন করোনা দূর্যোগে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের জীবন - জীবিকা যখন হুমকির মুখে তখন এনজিওদের লোন ও সুদের কিস্তি আদায়ে নানা ধরনের চাপ ও জবরদস্তি মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে, তাদের উপর নতুন অত্যাচার হিসাবে দেখা দিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এনজিওদের কিস্তি আদায়ের জবরদস্তি ও বাডাবাডি বন্ধ করতে অনতিবিলম্বে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। একই সাথে তারা এনজিও লোনের সুদ মওকুফ করে দেবারও দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ মহামারীর এই দুঃসময়ে কৃষি লোনও সুদ আসলে মওকুফ করার উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
একই সাথে তারা গ্রামাঞ্চলে অভাবী শ্রমজীবী - মেহনতি পরিবার এবং প্রান্তিক ও গরীব চাষীদেরকে মহামারী দূর্যোগে টিকে থাকতে আগামী ছয়মাস মাস প্রতি কমপক্ষে পাঁচ হাজার করে নগদ টাকা প্রদানের আহবান জানান। নেতৃবৃন্দ গরীবদের জন্য বরাদ্দের টাকা নিয়ে চুরি, দুর্নীতি, দলবাজি সহ যাবতীয় নয়ছয় বন্ধ করারও দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ গ্রামাঞ্চলেও ১৮ বছরের উপরে সবাইকে দ্রুত করোনার টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার আহবান জানান।