রবিবার ● ১ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » কাউখালীতে জনসাধারণের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে
কাউখালীতে জনসাধারণের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে
মো. ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার জনসাধারণের মধ্য করোনা কভিড ১৯ এর টিকা দেয়ার আগ্রহ বেড়েছে আজ রবিবার ১ আগষ্ট কাউখালী উপজেলার হাসপাতালে পরিলক্ষিত হয়।
কাউখালী হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত ফেব্রয়ারী মাসে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে অনেকে টিকা দিয়েছেন কিন্তু অনেকে আবার করোনার টিকা নেয়নি ইদানিং কালে সব শ্রেনী পেশার লোকজনের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়ে গেছে। কাউখালীউপজেলার স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক টিটু দেওয়ান জানান, গত ফেব্রয়ারীতে শুরু হওয়া করোনা কালিন করোনা টিকা ১ম ডোজ নিয়েছেন ৩০০৫জন, ২য় ডোজ নিয়েছেন ১২৮২জন, বতমানে করোনা টিকা দেয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন সম্পন্ন করা আছে ৫৬৪৩জন এবং কাউখালী উপজেলার প্রবাসী লোকজন করোনা টিকা নিয়েছেন এ পযন্ত মোট ৩৫জন, এবং এ পর্যন্ত গত এক সপ্তাহ করোনা পজিটিভ হয়েছে মোট ১২জন তার মধ্যে হাসপাতালে আইশোলেসনে ভতি রয়েছে মোট ৩জন। পুরুষ ২জন,মহিলা ১জন বলে জানান তিনি।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকায় এবং কাউখালীর আশেপাশে সব শ্রেনী পেশার লোকজনের মধ্যে টিকার আগ্রহ বেড়েছে ।