সোমবার ● ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন মিয়ানমারের জেনারেল মিন অং হ্লাইং
নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন মিয়ানমারের জেনারেল মিন অং হ্লাইং
অনলাইন ডেস্ক :: নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং। পাশাপাশি দেশটিতে জরুরি অবস্থার সময়সীমাও বাড়ানো হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রবিবার এসব তথ্য জানায় বলে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে হ্লাইং জানান, ২০২৩ সালে দেশে নির্বাচন হবে।
দেশজুড়ে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বলে জানান জেনারেল হ্লাইং। তিনি বলেন, ‘বিভিন্ন দলের অংশগ্রহণে নির্বাচনের অঙ্গীকার করছি আমি।’
ভাষণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার জানিয়ে হ্লাইং বলেন, ‘২০২৩ সালের আগস্টের মধ্যে দেশে জরুরি অবস্থা তোলা হবে।’
চলতি বছরের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারের হটিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে মিয়ানমারের সামরিক জান্তা।
তখন জেনারেলরা বলেন, ২০০৮ সালের সামরিক সংবিধানের অধীনে এই উদ্যোগের অনুমতি দেওয়া আছে। সামরিক বাহিনী দাবি করে, গত বছরের জাতীয় নির্বাচনে সু চির দল ভোটে জালিয়াতির মাধ্যমে জয় অর্জন করেছে। তবে, এই অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দেয়নি তারা।
সামরিক সরকার গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল বাতিল করে এবং নির্বাচনের দায়িত্ব গ্রহণের জন্য একটি নতুন নির্বাচন কমিশন নিয়োগ করে।