মঙ্গলবার ● ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » মিরসরাইয়ে কোভিড-১৯ মোকাবেলায় আলোচনা সভা
মিরসরাইয়ে কোভিড-১৯ মোকাবেলায় আলোচনা সভা
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩রা আগস্ট) বেলা ১২টায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) লাবিব আব্দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহমদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন, করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের মাস্টার, শহিদ উল্লাহ, বেলাল উদ্দিন, মহি উদ্দিন, শফি আহমদ, আজাদ উদ্দিন এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কল্পনা চক্রবর্তী, শেলী মজুমদার, তাহেরা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালাচান চৌধুরী, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, শাহাদাত হোসেন, সারজিল, মিরাজ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান এবং সেই সাথে যাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার বয়স হয়েছে তাদেরকে টিকা নেওয়ার অনুরোধ জানান।