বুধবার ● ৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে গণপূর্ত বিভাগের উদ্যোগে এডিস মশা নিধন কর্মসুচির উদ্বোধন
কুষ্টিয়াতে গণপূর্ত বিভাগের উদ্যোগে এডিস মশা নিধন কর্মসুচির উদ্বোধন
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: করোণা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেশব্যপী ডেঙ্গু সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এডিস মশা নিধন কর্মসুচির উদ্বোধন করেছে কুষ্টিয়ায় গণপূর্ত বিভাগ। আজ ৪ আগস্ট বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া কালেক্টর চত্তরে ফগার মেশিং দিয়ে এই কর্মসুচির উদ্বোধন করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মো. জাহিদুল ইসলাম।
এসময় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকোশলী মো. শফিকুর রহমান চৌধুরী, কুষ্টিয়া জেলা শ্রমিকলীগৈর যুগ্ম-সাধারন সম্পাদক এইস এম মতিউর রহমান, গণপুর্ত সিবিএর সভাপতি জিল্লুর রহমানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর, জর্জ কোর্ট চত্তর ও পুলিশ লাইন অফিস চত্বর এর আশপাশে ফগার মেশিং দিয়ে এডিস মশা নিধন করেন গণপূর্ত বিভাগ। এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মো. জাহিদুল ইসলাম।