শনিবার ● ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালিতে করোনার গণটিকা কার্যক্রম শুরু
কাউখালিতে করোনার গণটিকা কার্যক্রম শুরু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালিতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে আজ শনিবার একযোগে চার ইউনিয়নে গণটিকা মারা কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার চার ইউনিয়ন পরিষদ বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া, কলমপতি সরকারের ঘোষিত গনটিকা মারা কর্মসুচি একযোগে শুরু হয়েছে। আজ সকালে কাউখালী উপজেলার হলরুমে ভোটার আইডি কাড নিয়ে এসে রেজিঃ সম্পন্ন করে জন সাধারনের মাঝে এই টিকা মারা কর্ম সুচি শুরু করা হয়।
টিকা কার্যক্রম পরিদর্শন করেন রাঙামাটি জেলার প্রশাসক মো. মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশুদোহা চৌধুরী, কাউখালী উপজেলার নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার জামশেদুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদদিন হোসাইন ও কাউখালী থানার ওসি মো. শহিদুল্লাহ্ পিপিএম।
পরে জেলা প্রশাসক কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদশন করেন।
জানা যায়, উপজেলার চার ইউনিয়ন পরিষদের প্রতি ইউনিয়নের ৩টি ওয়াড হতে ২শত জন করে মোট ৬শত জন করে এই গণ টিকা ১ম পযার্য়ের মধ্যে টিকা গ্রহনের সুযোগ পাবেন। চার ইউনিয়ন পরিষদে ১ম পযার্য়ের মোট ১২ শত জনকে এই গণ টিকা প্রদান করা হবে বলে উপজেলানিবাহী অফিসার জানান।