রবিবার ● ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ইউ’পি সদস্যের বিরুদ্ধে আদিবাসীদের জমি দখলের অভিযোগ
ঘোড়াঘাটে ইউ’পি সদস্যের বিরুদ্ধে আদিবাসীদের জমি দখলের অভিযোগ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ইউপি সদস্যের বিরুদ্ধে আদিবাসীদের জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী আরতী হাসদা বাদী হয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।
গত বৃহস্পতিবার (৫ আগস্ট) দাখিলকৃত অভিযোগ ও ভুক্তভোগী-সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার কুচেরপাড়া গ্রামের ৯৯ নং জেএল ও ১১ নং খতিয়ানভুক্ত ১৫৮, ১৬০, ১৬৪ ও ২১০ নং দাগে ২ একর ৫১ শতাংশ জমির ওয়ারিশসূত্রে ও তাহার মাতা এস এ রেকর্ডীয় মালিকের দানপত্র মূলে ১ একর ২৩ শতাংশ জমি খারিজ খতিয়ান করে ভোগ দখল করে আসছিল। এমতাবস্থায় অপর ওয়ারিশ বুধু মুর্মুর অংশ হতে ৬৩ শতাংশ জমি কুচেরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে বর্তমান ইউপি সদস্য মফিজুল ইসলাম ক্রয় করে একই এলাকার সাইফুল ইসলাম, নওশাদ আলী, ছলিমুদ্দিন, হাতেম আলী, জাহিদুল ইসলাম, নিজাম মোল্লা ও চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকার হাড়ী মার্ডীর ছেলে সুবাস মার্ডী কে নিয়ে সন্ত্রাসী কায়দায় তফসিল বর্ণিত ১১৪ শতাংশ জমি জবরদখল করে নিয়ে হত্যা সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। বর্ণিত জমির সামান্য অংশ দখলে থাকলেও একজন সংখ্যা লঘু হিসেবে ভয়ে জবর দখলকৃত জমিতে দখলে যাওয়ার সাহস না পেয়ে বর্তমানে আশ্রয়হীন অবস্থায় জীবনযাপন করছে। বিবাদীগণ যেন উক্ত জমিতে নতুন করে বাড়ি ঘর নির্মাণ করতে না পারে এ জন্য কাগজপত্র পর্যালোচনা পূর্বক প্রকৃত মালিক সাব্যস্ত করে ভাগ বাটোয়ারা করতে বিভন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
এ বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র এএসপি শরিফ আল রাজীব জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে ঘোড়াঘাট থানায় একটি লিখিত চিঠি পাঠানোর পাশাপাশি ইউপি সদস্যের সাথে কথা হয়েছে। কর্মকর্তারা বসে এটি সমাধান করবে।