সোমবার ● ৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঘুমধুম সীমান্তে ৪৭০ ভরি স্বর্ণ উদ্ধার : ১ রোহিঙ্গা আটক
ঘুমধুম সীমান্তে ৪৭০ ভরি স্বর্ণ উদ্ধার : ১ রোহিঙ্গা আটক
বান্দরবান প্রতিনিধি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু বিওপির বিজিবি সদস্যরা উখিয়ার টিভি রিলে উপকেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ ভরি ওজনের ৩৩ টি স্বর্ণের বার’সহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গার নাম জয়নুল আবেদিন (৬৫), সে তুমব্রুর জিরো পয়েন্টের আশ্রিত রোহিঙ্গা। সে মৃত ফজর আহমদের ছেলে।
আজ সোমবার ৯ আগস্ট সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশে সড়কে অভিযান চালিয়ে তুমব্রু থেকে পায়ে হেঁটে আসা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প মুখী এক রোহিঙ্গাকে আটক করে তল্লাশি করা হলে কোমরে লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৩ টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৪৭০ ভরি। যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রোহিঙ্গা চোরাকারবারীকে উখিয়া থানায় সোপর্দ করা হবে। উদ্ধার স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা দানের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।