শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার এ মেয়াদেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে : ওবায়দুল কাদের
সরকার এ মেয়াদেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে : ওবায়দুল কাদের
ষ্টাফ রিপোর্টার :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মধ্যে আলোচনার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ ঘটার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতে দুই নেত্রীর মধ্যে সংলাপ নিয়ে আপাতত কোনো সম্ভাবনা নেই৷ শুক্রবার বিকালে রাঙামাটির চন্দ্রঘোনা ফেরি চলাচল ঘাট পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন ৷
বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা দু’জনেই লন্ডনে অবস্থান করছেন, শোনা যাচ্ছে সেখানে দুই নেত্রীর মধ্যে সংলাপের মাধ্যমে দেশের রাজনীতিতে নয়া মেরুকরণ আসতে পারে- এ ব্যাপারে মন্তব্য জানতে সাংবাদিকদের প্রশ্নে সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রী বলেন, যেই মেরুকরণ দেশে নিজের ঘরে হয় না সেখানে তা নিয়ে বিদেশে সংলাপের কোনো সুযোগ নেই ৷ যেখানে যারা নিজের ঘরে সাক্ষাতের দরজা বন্ধ করে ফেলে সেখানে তাদের সঙ্গে কোনো রকম সংলাপ হতে পারে না ৷ মন্ত্রী উল্লেখ করে বলেন, শোকাতর মায়ের পাশে প্রধানমন্ত্রী গিয়েছেন সমবেদনা জানাতে- কিন্তু তখন তারা আপন ঘরের দরজা বন্ধ করে ৷ তখনই তারা নিজেরাই সংলাপের সব দরজা বন্ধ করে দিয়েছে ৷
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অষ্ট্রেলিয়ার আশংকা প্রশ্নে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অষ্ট্রেলিয়ার এ ধরনের আশংকা সম্পূর্ণ অমূলক ৷ এটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্রেফ অপপ্রচার ৷ ব্রিটিশ পার্লামেন্টের দুই এমপি বাংলাদেশ সফর করে তাদের প্রতিবেদনে স্বীকার করে বলেছেন যে, বাংলাদেশের বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি অত্যন্ত ভালো এবং সম্পূর্ণ স্বাভাবিক ৷
পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রশ্নে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সন্তু লারমারা এখন আন্দোলন করছেন বটে- কিন্তু সরকার এ পর্যন্ত পার্বত্য চুক্তির অধিকাংশ শর্ত বাস্তবায়ন করেছে ৷ যে কারণে এক সময়ে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নতি হচ্ছে ৷ গত সাড়ে তিন বছরে রাঙামাটি থেকে সাজেক, বন্দরবান থেকে নীলগিরি-কঙ্ববাজার পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে ৷ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানুষ যে কোনো উন্নয়নের সমান সুবিধা ভোগ করছেন ৷ এখন পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলের অবসান ঘটেছে ৷ পার্বত্য চুক্তি এ সরকার করেছে ৷ তাই এ চুক্তির সবকিছু বিষয় অক্ষরে অক্ষরে পালন করবে এ সরকার ৷ সরকার এ মেয়াদেই পার্বত্য চুক্তির নব্বই ভাগ বাস্তবায়ন করবে- এটা সবাইকে আশ্বস্ত করে বলতে পারি ৷
ওবায়দুল কাদের বলেন, এলাকাবাসীর দাবির কথা বিবেচনা করে রাঙামাটি-বান্দরবান সড়ক সংযোগের জন্য চন্দ্রঘোনায় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের ৷ তবে এই মুহূর্তে তা শুরু করা যাবে না ৷ কারণ এখানে অনেক অর্থের প্রয়োজন ৷ রাঙামাটি- লংগদু সড়কের নানিয়ারচর সেতু এবং ঠেগামুখ স্থলবন্দর চালুর জন্য রাঙামাটি-মিজোরাম রাস্তা নির্মাণ কাজ এখন প্রক্রিয়াধীন আছে ৷ এগুলো বাস্তবায়নে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে ৷ সেনাবাহিনী ইতিমধ্যে কাজ শুরু করেছে ৷আপলোড : ৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১.৪৪মিঃ