মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালন
রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালন
ষ্টাফ রিপোর্টার :: (৮ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫মিঃ) নারীদের যার যার অবস্থানে থেকে দেশ গড়ার কারিগড় হিসেবে নিজেকে যোগ্য করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ৷ তিনি বলেন, সামাজিক অন্তরায় থেকে নারী সমাজ এখনো অনেকটা পিছিয়ে আছে ৷ নারীদের অধিকার আদায়ে আমাদের সকলকে আরো আন্তরিক হতে হবে ৷ সেই সাথে বাড়াতে হবে সহযোগিতার হাত ৷ তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অনুভব করেছিলেন নারীদের পেছনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ তাই বর্তমান সরকারের নারী অধিকার বাস্তবায়নে আনত্মরিক ভাবে কাজ করছে৷ তৃণমূল পর্যায়ের নারীদের আত্নকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নও করছে ৷ তিনি বলেন, এই উন্নয়নের অগ্রদূত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০২১সালের দেশকে মধ্যম আয়ের দেশ গড়ার ভিশনকে পূরণ করতে নারী-পুরুষের অংশগ্রহণ অপরিহার্য্য ৷
“অধিকার মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ৮ মার্চ রাঙামাটি জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যবে মহিলা সাংসদ এ মন্তব্য করেন ৷
রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্তীর নির্বাহী পরিচালক টুকু তালুকদার, সনাকের সদস্য এ্যাড: সুস্মিতা চাকমা, বাংলাদেশ লিগ্যাল এইড এর পক্ষে এ্যাড: পারভিন আক্তার প্রমূখ ৷
সভায় সাংসদ বলেন, সামাজিকভাবে নারীদেরকে নারী হিসেবে মর্যাদা আমাদের দিতে হবে ৷ সে বাঙ্গালী নারী হউক বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৷ বিশ্বনারী দিবসে “নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন রোধে জন সচেতনতা সৃষ্টি, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, ও ডিজিটাল বাংলাদেশ গড়তে নারীকে সমপৃক্ত করার প্রতি অধিকতর জোর দেন তিনি ৷
দিবসটি উপলক্ষে সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় ৷ র্যালীতে স্থানীয় নাগরিক সমাজ, সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ও মহিলা সংগঠনের নের্তৃবৃন্দরা অংশগ্রহণ করে ৷
পরে আলোচনাসভা শেষে অতিথিরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় হতে বরাদ্ধকৃত রাঙামাটির ১০জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আলোড়ন নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে রাঙামাটির ৪জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত একক অভিনয় এবং নৃত্য মঞ্জুল আলম মঞ্জু, একক অভিনয় পম্পি বড়ুয়া, অভিনয় এবং নৃত্য বন্যা এবং দেশাত্বাবোধক গানে প্রত্যয় বড়ুয়া ও সস্তানদের সাংস্কৃতিক অঙ্গণে সাফল্য অর্জন করায় সফল মা হিসেবে আলোড়ন নারী উন্নয়ন সংস্থার সদস্য ঝর্না বড়ুয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ৷ এরপর স্থানীয় নৃত্য শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ৷