মঙ্গলবার ● ১০ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ
রুমায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ
রুমা (বান্দরবান) প্রতিনিধি :: চিরন্তন ২৮ বীর উদ্যোগে দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন লোকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ১০ আগষ্ট রুমা জোন সদরে বান্দরবানে উপজেলায় রুমা সদর ইউনিয়নে ময়ুর পাড়া ৭০ পরিবার ও রয়েল পাড়ার ৩০পরিবার মোট মোট ১০০টি দুঃস্থ দরিদ্র ও কর্মহীন পরিবারের মানুষদের মাঝে এইসব ত্রাণ বিতরন করা হয়।
প্রধান অতিথি ছিলেন রুমা জোনের জোন কমান্ডার চিরন্তন ২৮ বীরের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ,পিএসসি।
এসময় চিরন্তন ২৮ এর উপ-অধিনায়ক মেজর এসএম শাহিনুর রহমান,পিএসসি, মেজর মোহতাদী কামাল আহমদ এসইউপি, ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজ, রুমা প্রেস ক্লাবরে সাধারণ সম্পাদক চনুমং মারমা, ময়ুর পাড়া কারবারী খিয়চিংঅং, রয়েল পাড়া কারবারী তীর্থ, সাংবাদিক লোভাখুমী ও সাংবাদিক অংবচি মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।
রুমা জোনের বিতরণকৃত এাণ সামগীর মধ্যে ছিল -প্রতি পরিবারকে চাল সাড়ে চার কেজি , ডাল- আড়াই কেজি ও আটি-২ কেজি, লবন-১ কেজি।
রুমায় মশারি ও ফলজ চারা বিতরন
রুমা :: বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’র উদ্যোগে কূল চারা ও মশারি বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার ১০আগস্ট দুপুরে বান্দরবানের রুমায় খখ্যংঝিরি বাজার এলাকায় মংশৈপ্রু পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবকের মাঝে এসব মশারি ও কূল চারা বিতরন করা হয়। এর আগে খখ্যংঝিরি এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্পের কর্মকর্তা বিদ্যাপূর্ন চাকমা। তিনি বলেন শিক্ষার্থি অভিভাবকের ফলজ কৃষিতে আয়বর্ধন মূলক কাজের জন্য ৫০ অভিভাবকে কূল চারা ও দরিদ্র ২০পরিবারকে মশারি বিতরনের প্রাথমিকভাবে এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে পরবতীতে এ ধরণের উদ্যোগ নেয়া হবে এর আগে অতিদরিদ্র পাঁচ পরিবারকে গবাদি পশু পারণের আয়বর্ধন মূলক কাজের জন্য ৫ টি ছাগী বিতরন করা হয়েছিল। এসএমসির সভাপতি মংছো মারমার সভাপতিত্বে এসময় রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, মেম্বার চাইখ্যাইউ মারমা, শিক্ষা সমন্বয়কারী মেচিং মারমা, সাধন বিকাশ চাকমা ও বানু আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।